'ভারত বিশ্বকাপে আলাদা বলে খেলেছে', পাকিস্তানের বিস্ফোরক দাবি! ধুয়ে দিলেন শামি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami: পাকিস্তানকে ধুয়ে দিলেন মহম্মদ শামি।
advertisement
1/6

এবার বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই পাকিস্তানের উপর ক্ষোভ ঝাড়লেন শামি।
advertisement
2/6
শুধুমাত্র ফাইনাল ম্যাচের কথা বাদ দিলে এবার বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফর্ম করেছেন ভারতীয় পেসাররা। আর ভারতীয় পেসারদের এই সাফল্য দেখে পাকিস্তানের প্রাক্তন তারকা হাসান রাজা বলেছিলেন, ভারতের পেসারদের আলাদা বল দেওয়া হচ্ছে।
advertisement
3/6
শামি বিশ্বকাপ মিটে যাওয়ার পরই বলেছেন, আসলে আমার মনে হয় পাকিস্তান আমাদের সাফল্য সহ্য করতে পারে না। বিশ্বকাপের প্রথম চারটে ম্যাচে আমি খেলেনি। পরের ম্যাচগুলোতে পর পর উইকেট পাই। তার পর ওরা বলে, আমাদের নাকি আলাদা বল দেওয়া হয়।
advertisement
4/6
শামি আরও বলেন, ওরা মানতেই চায় না যে ওদের থেকেও ভাল কেউ খেলতে পারে! ওয়াসিম আক্রম বারবার সেই শো-তে বলছিলেন, একই বাক্স থেকে বল দেওয়া হয় দুই দলের ক্রিকেটারদের। তবু সেই ব্যক্তি তা মানতে চাননি।
advertisement
5/6
শামি আরও বলেন, ওই ব্যক্তি নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তার পরও কী করে তিনি এমন কথা বললেন কে জানে!
advertisement
6/6
শামি নিজের রেকর্ড নিয়ে বলেন, এসব জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। মাঠে নামার আগে এসব রেকর্ড মাথায় থাকে না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই দলের জন্য পারফর্ম করি।