শামিকে চেনে গোটা ভারত, শামির ভাইকে আপনি চেনেন? দাদার পথেই ভাই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami brother: মহম্মদ শামির ভাই, খেলেন বাংলার হয়ে। আপনি চেনেন তাঁকে?
advertisement
1/6

মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বাংলার জার্সিতেই খেলেন তিনি। দাদার পথেই ভাই। আপনি কি তাঁকে চেনেন!
advertisement
2/6
২৬ বছর বয়সী মহম্মদ কাইফ রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। দাদার মতো এখন তাঁকে নিয়েও হইচই গোটা দেশে।
advertisement
3/6
কাইফ বোলিং অলরাউন্ডার। মিডল অর্ডারে হার্ড হিটার হিসাবেও পরিচিত শামির ভাই।
advertisement
4/6
ঘরোয়া ক্রিকেটে দাদার মতো তিনিও বাংলার জার্সিতে খেলেন। আর দাদার মতোই তিনি এখন বাংলার পেস অ্যাটাকের ভরসা।
advertisement
5/6
কলকাতা ময়দানে বছর দশেকের বেশি সময় ধরে অনুশীলন করছেন কাইফ। তবে বেশিরভাগ সময় তিনি নীরবে কাজ করে গিয়েছেন। সম্প্রতি তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
advertisement
6/6
মোরাদাবাদে বদরুদ্দিনের অ্যাকাডেমি থেকে উত্থান কাইফের। কলকাতায় প্রথম খেলেন ডালহৌসি ক্লাবে। শামির মতোই ডেল স্টেইনের ভক্ত কাইফ। শামির মতো তাঁর গতি নেই। তবে লাইন লেন্থ অসাধারণ।