Mizoram Assembly Election 2023: ইস্ট-মোহন জার্সিতে মাঠ কাঁপানো স্ট্রাইকার এবার ভোটের বাজারেও সুপারহিট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mizoram Assembly Election 2023: মাঠ কাঁপানো ফুটবলার এবার ভোট কাঁপালেন...
advertisement
1/4

ভারতের প্রাক্তন স্ট্রাইকার, জেজে লালপেখলুয়া ফানাই, জিপিএম-এর প্রার্থী হিসাবে দক্ষিণ তুইপুই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন জিতলেন৷ মিজোরাম বিধানসভা ভোট জয়ী হলেন এই পাহাড়ি তারকা স্ট্রাইকার। তাঁর আসনে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দিতা ছিল৷ প্রার্থী ছিলেন এমএনএফ -র ডঃ আর লালথাংলিয়ানা এবং আইএনসি -র সি. লালডিন্টলুয়াঙ্গা।
advertisement
2/4
এখন তাঁর বয়স ৩২, তিনি জাতীয় দলের জার্সিতে দারুণ সফল৷ একসময়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান আক্রমণের ধার বাড়িয়েছিলেন জেজে৷ খেলেছেন আইএসএলেরও৷ চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছেন৷
advertisement
3/4
জেজে ২০১৬ সালে AIFF বর্ষসেরা ফুটবলারের মুকুট পেয়েছিলেন এবং তিনবার SAFF খেতাব জয়ী দলেও ছিলেন তিনি গুরুত্বপূর্ণ সদস্য৷ তাঁর দল আইএসএল ট্রফিও জেতে ৷ এছাড়াও তাঁর ঝোলায় রয়েছে একটি ফেডারেশন কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, ট্রাই সিরিজ এবং আই-লিগ শিরোপা৷ Photo Courtesy- Facebook
advertisement
4/4
ব্লু টাইগারদের হয়ে ৫৬ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন এই ফরোয়ার্ড। তাঁর নামের পাশে গোলের সংখ্যা ২৩৷ প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার হাঁটুর চোটের কারণে পেশাদার ফুটবলারের পথ ছাড়তে বাধ্য হন৷ এই বছরেই ৩২ বছর বয়সে অবসর নেন।