Mirabai Chanu Wins Gold In CWG 2022: জঙ্গলে কাঠ কুড়োতেন বাধ্য হয়ে, একটা বই বদলে দিয়েছিল মীরাবাঈয়ের জীবন!
- Published by:Suman Majumder
Last Updated:
Mirabai Chanu Struggle Story: ইংরেজদের সামনে তেরঙা ওড়ালেন, গাইলেন জন গণ মন...। মীরাবাঈ চানু লড়াইয়ের আরেক নাম।
advertisement
1/7

একটা সময় জঙ্গলে কাঠ কুড়োতে যেতেন। ভাই-বোনদের সঙ্গে কাঠ কুড়নোর কাজ করতে বাধ্য হতেন মীরাবাঈ চানু। সেই মেয়ে নিজের ভাগ্য নিজেই বদলে দিলেন।
advertisement
2/7
ক্লাস এইটে পড়ার সময় বইয়ে ভারোত্তোলক কুঞ্জরানী দেবীর কথা পড়েন মীরাবাঈ। সেই থেকে তাঁর ভারোত্তোলক হওয়ার ইচ্ছে জাগে। বাকিটা ইতিহাস।
advertisement
3/7
টোকিও অলিম্পিকসের পর কমনওয়েলথ গেমসে সোনা জয়। উত্তর-পূর্ব ভারতের এই মেয়ে দেশকে বারবার গর্বিত করছেন। মীরাবাঈ চানুর উত্থানের গল্প নিয়ে কিন্তু সিনেমা হতে পারে।
advertisement
4/7
মণিপুরের রাজধানী ইম্ফলের অ্যাকাডেমি থেকে তাঁর গ্রাম নোগপকের দূরত্ব ছিল ২৫ কিমি। রোজ ট্রাক চালকদের অনুরোধ করে তাদের সঙ্গে অ্যাকাডেমি পৌঁছতেন মীরাবাঈ।
advertisement
5/7
সেই মীরাবাঈ চানু এবার ব্রিটিশভূমে তেরঙা উত্তোলন করলেন। ভারোত্তোলনে ভারতকে সোনার পদক জেতালেন।
advertisement
6/7
ছয় ভাই-বোনের মধ্যে মীরাবাঈ সবচেয়ে ছোট। তাঁর ভাই সাইখম সানতোম্বা রাজ্য স্তরে খেলা ফুটবলার।
advertisement
7/7
১২ বছর বয়সেই দাদার থেকে বেশি ভার বইতে পারতেন মীরাবাঈ। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ২ কিমি দূরে বাড়িয়ে বয়ে নিয়ে যেতেন মীরাবাই।