TRENDING:

Ishan Kishan BCCI: বিসিসিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিসান, ফাঁস করলেন কেন বিরতি নিতে বাধ্য হয়েছিলেন

Last Updated:
Ishan Kishan Indian Cricket: কেন ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করলেন সেই কথা।
advertisement
1/5
বিসিসিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিসান, ফাঁস করলেন কেন বিরতি নিতে বাধ্য হন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরের নভেম্বরে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ঈশান, তার পর থেকেই ভারতীয় দলের বাইরে। আইপিএলে খেললেও বোর্ডের সুনজরে আসতে পারেননি। শুধু তাই নয়, একটা সময় বোর্ড বার বার ইশান কিসানকে রঞ্জি ট্রফি খেলতে বললেও খেলেন ঈশান, তার পর থেকেই অবাধ্য ক্রিকেটারের তকমা এঁটে যায় তাঁর নামের পাশে।
advertisement
2/5
কেন ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করলেন সেই কথা।
advertisement
3/5
ঈশান বলেন, “আমি রান করছিলাম, তা-ও আমায় বসিয়ে রাখা হচ্ছিল। দলগত খেলায় এটা হয়। কিন্তু ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। অর্থাৎ কিছু একটা সমস্যা হচ্ছিল, তাই ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। দুঃখজনক বিষয় হল, পরিবার এবং কাছের লোকজন ছাড়া কেউ আমায় বুঝতেই চায়নি”।
advertisement
4/5
সেই সময় বোর্ডের সচিব জয় শাহ ঘরোয়া ক্রিকেটের বদলে আইপিএলকে প্রাধান্য দেওয়া নিয়ে সতর্ক করেছিলেন। পরে ক্রিকেটারদেও এও সতর্ক করা হয় যে ঘরোয়া ক্রিকেট না খেললে বিভিন্ন সমস্যা হবে।
advertisement
5/5
কেন তখন ঘরোয়া ক্রিকেট খেলেননি সেই কারণও জানালেন ঈশান। তিনি বলেন, “আমি তখন খেলার মতো মানসিকতায় ছিলাম না, তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম। তাই এর কোনও মানে নেই যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নিয়েছি বলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তা হলে তো আন্তর্জাতিক ক্রিকেটই খেলতাম”।
বাংলা খবর/ছবি/খেলা/
Ishan Kishan BCCI: বিসিসিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিসান, ফাঁস করলেন কেন বিরতি নিতে বাধ্য হয়েছিলেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল