Mumbai Indians: বাদ গেলেন মহাতারকা! নিলামের আগে সবথেকে বড় কাণ্ড ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স! লক্ষ্য ষষ্ঠ ট্রফি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Munbai Indians Give Big Surprise Ahead Of IPL 2025 Mega Auction: ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সবকটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। তারপর ডিসেম্বরে বসতে পারে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। সত্যিই নিলামের আগে বড় চমক দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
1/6

৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সবকটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। তারপর ডিসেম্বরে বসতে পারে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম।
advertisement
2/6
তবে আইপিএলের নিলামের আগে কোন দম কি চমক দেয় সেদিকে নজর ক্রিকেট প্রেমিদের। সত্যিই নিলামের আগে বড় চমক দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
3/6
দলের এক গুরুত্বপূর্ণ মহাতারকাকে বাদ দিয়ে নিয়ে আসা হল আরও এক মহাতারকাকে। দলের সুদিন ফেরাতেই এমন সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের।
advertisement
4/6
নিলামের আগে দলের কোচ প্রোটিয়া তারকা মার্ক বাউচারকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। পরিবর্তে প্রাক্তন কোচ শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেকে ফেরাল এমাআই।
advertisement
5/6
২০১৭ থেকে ২০২২ পর্যন্ত মুম্বইয়ের কোচ ছিলেন মাহেলা। তাঁর অধীনে তিন বার ট্রফি জিতেছে মুম্বই। ফের জয়াবর্ধনের উপরই আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
advertisement
6/6
বিগত কয়েক মরশুমে মুম্বইয়ের খারাপ পারফরম্যান্সে কোচ বদল নিশ্চিত ছিল মুম্বইয়ের। অভিজ্ঞ জয়াবর্ধনে রিটেনশন ও নিলামেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলাই যায়।