TRENDING:

চিয়ারলিডাররা এবার ফেল! আইপিএল মাতিয়ে দিয়েছে 'চম্পক', রোবট কুকুরকে দেখেছেন তো?

Last Updated:
আইপিএল ২০২৫ মাতাচ্ছে রোবট কুুকুর চম্পক। সেই চম্পকের নামকরণ হয়েছে তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালের জনপ্রিয় চরিত্রের নাম অনুযায়ী।
advertisement
1/6
চিয়ারলিডাররা এবার ফেল! আইপিএল মাতিয়ে দিয়েছে 'চম্পক', রোবট কুকুরকে দেখেছেন তো?
আইপিএল এবার মাতিয়ে দিয়েছে চম্পক। একের পর এক তারকা ক্রিকেটারদের দেখা যাচ্ছে, তার সঙ্গে খুনসুঁটি করছে। আপনি দেখেছেন তো চম্পককে!
advertisement
2/6
সোনি সাব চ্যানেলে 'তারক মেহতা কা উলটা চশমা' বলে একটা সিরিয়াল হত। ২০০৮ সালের ২৮ জুলাই শুরু হয়েছিল সেই সিরিয়াল। ২০২৪ সালে চার হাজার পর্ব সম্পূর্ণ করে সেটি। ভারতীয় টেলিভিশন চ্যানেলে সব থেকে বেশি দিন ধরে সাফল্যের সঙ্গে সেটি চলে। ওই সিরিয়ালের সিরিয়ালের জনপ্রিয় এক চরিত্র ছিল চম্পকলাল গদা। সেই চম্পকলালের নামেই রোবোটিক সারমেয় নামকরণ।
advertisement
3/6
আইপিএল শুরুর আগে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কর্তৃপক্ষ রোবট কুকুরের নামকরণ নিয়ে মতামত চায় সাধারন মানুষের কাছে। ভোট পড়তে থাকে। একের পর এক নাম দিতে থাকেন জনগণ।
advertisement
4/6
জনগণের ভোটাভুটির নিরিখেই রোবোটিক সারমেয়র নামকরণ করা হয়। তার পরই সেই রোবট কুকুরের নাম হয় চম্পক। এবার প্রায় সব ম্যাচেই তাকে মাঠে দেখা যাচ্ছে। আর তার জনপ্রিয়তাও বাড়ছে হু হু করে।
advertisement
5/6
কখনও ক্রিকেটারদের সঙ্গে গা ঘামাচ্ছে। কখনও আবার ধোনি বা রশিদ খানের মতো তারকা তার সঙ্গে খুনসুঁটি করছে। আইপিএলে এবার চিয়ারলিডাররা ফিকে হয়ে যাচ্ছে চম্পকের সামনে।
advertisement
6/6
আইপিএলে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, সবার এখন ফেভারিট চম্পক। প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন ভক্তদের সঙ্গে চম্পকের পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রথমবার। কুকুরটির মুখে একটি ক্যামেরা লাগানো রয়েছে। রোবট কুকুরের সঙ্গে মজা করতে দেখা যায় চিয়ারলিডারদেরও।
বাংলা খবর/ছবি/খেলা/
চিয়ারলিডাররা এবার ফেল! আইপিএল মাতিয়ে দিয়েছে 'চম্পক', রোবট কুকুরকে দেখেছেন তো?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল