Shreyas Iyer: ‘শ্রেয়সকে মনে মনে বিয়ে করেছি, বাচ্চাও আছে’, চাঞ্চল্যকর দাবি সুন্দরী অভিনেত্রীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer-Edin Rose: পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নাকি মনে মনেই বিয়ে করেছেন এক মডেল ও নায়িকা এডিন রোজ!
advertisement
1/6

বলিউডের সাথে ক্রিকেটের সম্পর্ক অনেক পুরনো। বহু ক্রিকেটার এবং বলিউড তারকা সম্পর্কে জড়িয়েছেন। আবার অনেকে বিয়েও করেছেন। বহু সম্পর্ক আবার ভেঙেও গিয়েছে। তাই বলে মনের বিয়ে?
advertisement
2/6
পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নাকি মনে মনেই বিয়ে করেছেন এক মডেল ও নায়িকা। সেই ‘মনের বিয়ে’তে সন্তানও নাকি আছে তাঁদের!
advertisement
3/6
‘বিগ বস’ এর ১৮তম সিজনে আলোচনায় চলে আসা এই মডেল-অভিনেত্রীর নাম এডিন রোজ। জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। ‘রাবাননাসুরা’ নামের একটি তামিল মুভিতেও তিনি কাজ করেছেন। সম্প্রতি ‘ফিল্মিজ্ঞান’ নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের ভালো লাগার প্রসঙ্গে বলতে গিয়ে রোজ হঠাৎ শ্রেয়সের কথা টেনে আনেন।
advertisement
4/6
তিনি বলেন, ‘আমি যে শ্রেয়স আইয়ারকে পছন্দ করি, সেটা বিগ বস–এর প্রথম থেকে সবাই জানে। অনেকবার বলেছি। এমন না যে প্রচারের জন্য বলেছি। ওকে আমার ভালো লাগে। ভাল লাগার কথাই বলেছি। যার যাকে পছন্দ, সে তার কথাই তো বলবে!
advertisement
5/6
৩০ বছর বয়সী শ্রেয়স এখনও বিয়ে করেননি। অথচ তাঁকে নাকি মনে মনে বিয়ে করেছেন রোজ! তিনি বলেছেন, আমি তো বিশ্বাস করি আমিই আইয়ারের বাচ্চার মা। মানসিকভাবে আমি তো ওর সঙ্গে বিবাহিতই। এটাই সাফ কথা।’ এসময় সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘বাচ্চার মা’! জবাবে রোজ বলেন, ‘হ্যাঁ, মানসিকভাবে আমি সে জায়গাতেই আছি।’
advertisement
6/6
গতবার ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে ট্রফি জিতিয়েছেন শ্রেয়স। এবারও পঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত আরসিবির কাছে হেরে পর পর দুবার ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয় তাঁর।