MCC Laws of Cricket: ক্রিকেটে বড়সড় নিয়ম বদল, ব্যাটসম্যান বলে আর কিছু রইল না! সবাই 'ব্যাটার'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
MCC Laws of Cricket: এবার থেকে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে ব্যাটসম্যান বলে কোনও শব্দ থাকল না।
advertisement
1/5

ক্রিকেটে আর ব্যাটসম্যান বলে কিছু রইল না। এবার থেকে সবাই ব্যাটার। ক্রিকেটের নিয়মে বড়সড় বদল হয়েছে। মেরিবোন ক্রিকেট ক্লাব ক্রিকেটে আইনপ্রণেতা। তারা জানিয়েছে, লিঙ্গ বৈষম্য দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষ কমিটির সদস্যরা বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
2/5
২০১৭ সালে আইসিসি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল। সেই বৈঠকে ছিলেন মহিলাদের ক্রিকেটের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁদের সঙ্গে আলোচনার পর এমসিসি জানিয়েছিল, মেয়েদের ক্রিকেটেও ব্যাটসম্যান শব্দটি থাকবে। তবে এবার থেকে পুরুষ ও মহিলা—উভয় ক্রিকেটেই ব্যবহৃত হবে ব্যাটার শব্দটি।
advertisement
3/5
আপাতত ডিজিটাল প্ল্যাটফর্মে এই পরিবর্তন কথা জানিয়েছে আইসিসি। তবে ছাপানো কাগজেও ক্রিকেটের এই নতুন আইনের কথা লেখা হবে। এমসিসির আইনের পরবর্তী সংস্করণে লেখা থাকবে সেটি। বোলার, ফিল্ডার ও ব্যাটার। এবার থেকে এই তিনটি শব্দ উচ্চারণ হবে সব থেকে বেশি।
advertisement
4/5
ইতিমধ্যে একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, তারা এবার থেকে প্রতিবেদনে ব্যাটসম্যানের বদলে ব্যাটার শব্দটি ব্যবহার করবে। এমসিসি প্রতিটি ক্রিকেট সংস্থা ও সংবাদ সংস্থাগুলিকে এবার থেকে ব্যাটার শব্দ ব্যবহারের আর্জি জানিয়েছে।
advertisement
5/5
ক্রিকেটীয় আইনের অভিভাবক হিসাবে পরিচিত এমসিসি জানিয়েছে, এমন একটি পরিবর্তন ক্রিকেটকে আরও বড় পরিসরে উত্তীর্ণ করবে। আধুনিক সময়ে দাঁড়িয়ে ব্যাটসম্যানের থেকে ব্যাটার শব্দটির ব্যবগারও যথাযথ বলে দাবি করেছেন এমসিসির সহকারী সচিব জেমি কক্স।