MB vs EB: ইস্টবেঙ্গল বধ করে ডুরান্ড জয় মোহনবাগানের, সবুজ-মেরুণের চোখ ধাঁধানো, মন ভোলানো ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
MB vs EB: রবিবাসরীয় ডার্বিতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল লড়াই শেষে জয়ের হাসি হাসল সবুজ-মেরুণ শিবির৷ ডুরান্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে৷
advertisement
1/6

রবিবাসরীয় ডার্বিতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল লড়াই শেষে জয়ের হাসি হাসল সবুজ-মেরুণ শিবির৷ ডুরান্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে৷ Photo Courtesy- X Handle
advertisement
2/6
ম্যাচের ৬২ মিনিটে মোহনাবাগান লাল কার্ড হয়ে যায়৷ কিন্তু তাতেও মোহনবাগানকে দমিয়ে রাখা যায়নি৷
advertisement
3/6
ম্যাচের ৭১ মিনিটে দুরন্ত গোল করে এগিয়ে যায় ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান৷ Photo Courtesy- Mohun Bagan Super Giants X Handle
advertisement
4/6
ঝোড়ো কাউন্টার আক্রমণে উঠে এসে পেত্রাতোস ইস্টবেঙ্গল রক্ষণকে বিট করে দেন৷ বাঁ দিকে কেটে বক্সের বাইরে থেকে গোল মেরে মোহনবাগানকে ১-০ করে দেন৷ ইস্টবেঙ্গল গোলরক্ষকের কাছে এই দুরন্ত দুরপাল্লার শটের কোনও জবাব ছিল না৷
advertisement
5/6
এরপর ইস্টবেঙ্গল সমতা ফেরানোর লক্ষ্যে অসংখ্য আক্রমণ শানালেও লাভের লাভ হয়নি৷ ১-০ গোলে শেষ হয় ম্যাচ৷ ইস্টবেঙ্গল বধ করে ১৭তম ডুরান্ড জয় মোহনবাগানের৷
advertisement
6/6
ডুরান্ড কাপেই মোহনবাগান গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরেছিল৷ আর রবিবার যুবভারতীতে তারই বদলা নিল সবুজ-মেরুণ৷