Matheesha Pathirana In KKR: নিলাম টেবলে টাকার গরম দেখাচ্ছে কেকেআর, ১৮ কোটিতে পাথিরানাকে নিল দলে, গ্রিনকে কেনে ২৫.২০ কোটিতে, ঢেলে দল সাজাবেন শাহরুখ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Matheesha Pathirana In KKR: কেকেআর প্রথম দিনের নিলামে তুলে নিল পুলে থাকা সেরা দুই ক্রিকেটারকে, টাকার কথা মাথায় রাখছে না ম্যানেজমেন্ট
advertisement
1/5

: মঙ্গলবার আইপিএলে ধামাকার পর ধামাকা শাহরুখের কেকেআরের, পার্সে টাকা থাকায় এবার নিলাম টেবলে অল আউট গেল নাইট ম্যানেজমেন্ট৷ ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কেনার পরেও একটুও যে দমেনি মাথিশা পাথিরানার জন্য বিডিংয়ে৷ ১৩ কোটির পাথিরানাকে রিলিজ করেছিল সিএসকে৷ এবার ইডেন গার্ডেন্স হোম গ্রাউন্ড হবে শ্রীলঙ্কান তারকার৷
advertisement
2/5
কেকেআরের জোরে বোলার স্লটটি মিচেল স্টার্কের পর সেই জায়গাটা ফাঁকা ছিল, সেই জায়গাতেই এবার নাইটরা বসাবে পাথিরানাকে৷ এর ফলে কেকেআরের বোলিং ব্রিগেড একেবারে পারফেক্ট বোলিং ব্রিগেড পেয়ে গেল কেকেআর৷ Photo Courtesy- KKR/X Account
advertisement
3/5
সুনীল নারিন , হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর পর মথিশা পাথিরানা হলেন নাইটদের চার মূল বোলার৷ এছাড়া গ্রিনও বল হাতে দলকে অলরাউন্ডারের দায়িত্ব পালন করে দিতে পারেন৷ এদিন পাথিরানার জন্য একাধিক ফ্রাঞ্চাইজি ঝাঁপিয়ে ছিল৷ এলএসজি, দিল্লি ক্যাপিটাল্স, প্রথমে বিডিং শুরু করেন৷
advertisement
4/5
এরপরে এলএসজি -দিল্লির সঙ্গে নিলামের লড়াইতে ছিল, কিন্তু শেষবেলায় আসরে নেমে বাজি মেরে যায় কেকেআর৷ তারা ১৮ কোটিতে নিয়ে নিয়েছে এই তরুণ পেসারকে৷
advertisement
5/5
সম্প্রতি তাঁর পারফরম্যান্স ভাল না হলেও ২২ বছরের এই তরুণ নিশ্চিতভাবে নিজের ফর্মের ঝলক দেখাবেন আশাবাদী কেকেআর ম্যানেজমেন্ট৷