TRENDING:

Palash Muchchal Mary D'Costa viral screenshot: পলাশের সঙ্গে মেরির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল? ভাইরাল চ্যাট নিয়ে সব কিছু ফাঁস করলেন মেরি ডি'কোস্টা নিজেই

Last Updated:
Palash Muchchal Mary D'Costa viral screenshot: পলাশের সঙ্গে স্মৃতি মন্ধানার বিয়ে ইতিমধ্যেই পিছিয়ের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেই পলাশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুললেন মেরি ডি'কোস্টা নিজেই।
advertisement
1/6
পলাশের সঙ্গে কতটা গভীর ছিল সম্পর্ক? ঘনিষ্ঠ চ্যাট নিয়ে সব ফাঁস করলেন মেরি ডি'কোস্টা নিজেই
পলাশের সঙ্গে স্মৃতি মন্ধানার বিয়ে ইতিমধ্যেই পিছিয়ের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেই পলাশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুললেন মেরি ডি'কোস্টা নিজেই। যদিও এই চ্যাটের সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
advertisement
2/6
পলাশের সঙ্গে মেরির চ্যাট নিয়ে দীর্ঘ সময় ধরে মুখে কুলুপ এঁটে রয়েছেন মুচ্ছল এবং মন্ধানা পরিবারের সদস্যরা। এবার এই নিয়ে মুখ খুললেন মেরি ডি'কোস্টা নিজেই।
advertisement
3/6
বিভিন্ন সংবাদমাধ্যম এবং পাপারাৎজো ভাইরাল ভিয়ানি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছে মেরি লিখেছেন, 'আমিই সে পলাশ মুচ্ছলের চ্যাট শেয়ার করেছিলাম, আমি চাইনি আমার পরিচয় প্রকাশ্যে আসুক"।
advertisement
4/6
সেই সঙ্গে তিনি আরও বলেন, "চ্যাটগুলি চলতি বছরের জুলাই মাসের, একমাস ধরে আমাদের দুজনের মধ্যে কথা হয়। আমাদের দেখা হয়নি, আমি কোনও সম্পর্কেও জড়াইনি"।
advertisement
5/6
মেরি আরও লেখেন, "আমি শুধু ওর (পলাশের) পরিচয় প্রকাশ করতে চেয়েছিলাম। আমি ক্রিকেট ভালবাসি এবং আমি স্মৃতি মন্ধানার ভক্ত। যারা ভাবছেন আমি কোরিওগ্রাফার সেটা ভুল, আমি কোরিওগ্রাফার নই"।
advertisement
6/6
সেই সঙ্গে মেরি আরও লিখেছেন বলে দাবি করা হয়েছে, "আমি ওকে কোনও ঠকাইনি। আমি আমার একাউন্ট প্রাইভেট করেছি কারণ আমি এসব চাইনি। (পরিচয় ফাঁস হোক)
বাংলা খবর/ছবি/খেলা/
Palash Muchchal Mary D'Costa viral screenshot: পলাশের সঙ্গে মেরির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল? ভাইরাল চ্যাট নিয়ে সব কিছু ফাঁস করলেন মেরি ডি'কোস্টা নিজেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল