Manu Bhaker: নারী শিক্তির জয়, প্যারিসে পদক জয়ের সঙ্গে ৫ রেকর্ড গড়লেন মনু ভাকের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Manu Bhaker Creates 5 Records: প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শুটার মনু ভাকের। একইসঙ্গে গড়েছেন পাঁচটি রেকর্ড।
advertisement
1/6

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শুটার মনু ভাকের। একইসঙ্গে গড়েছেন পাঁচটি রেকর্ড। (Photo Courtesy- AP)
advertisement
2/6
ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে ভারতকে পদক এনে দলেন মনু ভাকের। একটুর জন্য হাতছাড়া হয়েছে রুপোর পদক। (Photo Courtesy- AP)
advertisement
3/6
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন ২২ বছয় বয়সী ভারতীয় শুটার। (Photo Courtesy- AP)
advertisement
4/6
১২ বছর পর মনু ভাকরের হাত ধরে অলিম্পিকে শুটিংয়ে ভারতের পদকে খরা কাটল। শেষবার ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং। (Photo Courtesy- AP)
advertisement
5/6
রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের। (Photo Courtesy- AP)
advertisement
6/6
টোকিওতে খালি হাতে ফিরতে হয়েছিল মনু ভাকেরকে। সেই জায়গা থেকে ঘুড়ে দাঁড়িয়ে পদক জিতে নয়া নজির তৈরি করলেন মনু ভাকের। (Photo Courtesy- AP)