Manoj Tiwary Century In Ranji: সেঞ্চুরি করেই পকেট থেকে বেরোল প্রেম পত্র! মন্ত্রী মনোজ তিওয়ারির ছবি ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Manoj Tiwary Century In Ranji: ফুরিয়ে যাননি, বুঝিয়ে দিলেন মনোজ। মাঠ থেকেই স্ত্রী সুস্মিতাকে ভালবাসার কথা জানালেন মন্ত্রীমশাই।
advertisement
1/6

পুরনো চাল সবসময়ই ভাতে বাড়ে। সেটা বুঝিয়ে দিলেন বাংলার মন্ত্রী মনোজ তিওয়ারি। রাজনীতির কঠিন কাজ সামলেও তিনি রনজিতে সেঞ্চুরি করলেন।
advertisement
2/6
মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা এদিন ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তখনই হাল ধরেন মনোজ। তার পর দুরন্ত শতরান।
advertisement
3/6
রঞ্জিতে সর্বাধিক রান করার সেরা দশের তালিকায় নাম লিখিয়ে ফেললেন মনোজ। ১০৪ ম্যাচে ৭৮৫৬ রান করেছেন তিনি।
advertisement
4/6
রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বরাবর মনোজ জ্বলে ওঠেন। এমপির বিরুদ্ধে মনোজের তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ২৬৭ রান রয়েছে।
advertisement
5/6
এদিন শতরান করার পরই মনোজ পকেট থেকে একটি প্রেম পত্র বের করেন। সাদা কাগজে লাভ সাইন আঁকা। লেখা- সুস্মিতা, তোমাকে ভালবাসি। স্ত্রীর প্রতি মাঠেই মনোজের এই প্রেম নিবেদনের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
6/6
এদিন পকেটে সেই প্রেম পত্র নিয়েই ব্যাটিং করতে নেমেছিলেন মনোজ। যেন তিনি আগে থেকেই জানতেন যে সেঞ্চুরি করবেন। আসলে উল্টোদিকে মধ্যপ্রদেশ ছিল বলেই হয়তো মনোজ একটা আত্মবিশ্বাসী ছিলেন!