বিক্রি হয়ে যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব! রোনাল্ডোকে ছেড়ে বড় আশঙ্কা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Manchester United: ম্যান ইউ ক্লাবটাই বিক্রি করে দেবে মালিকপক্ষ! কিন্তু কেন!
advertisement
1/6

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছিল তাঁর কাছে সেকেন্ড হোম। কিন্তু সম্পর্কের সমীকরণ যে বদলায়, তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ম্যান ইউকে দেখে বোঝা যায়।
advertisement
2/6
রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউ ইউয়ের সম্পর্ক তিক্ততায় শেষ হল। তবে রোনাল্ডোকে ছাড়ার পরও বড়সড় পরিবর্তনেরও ইঙ্গিত দিয়ে রাখল ইংলিশ ক্লাব। এবার হয়তো গোটা ক্লাবটাই বিক্রি করে দিতে পারে মালিক পক্ষ।
advertisement
3/6
আমেরিকার গ্লেজার ফ্যামিলি ম্যান ইউ ক্লাবের মালিকানা পেয়েছিল ২০০৫ সালে। তার পর মালিকপক্ষের সঙ্ঘগে ক্লাবের সদস্য, সমর্থকদের সম্পর্ক জমেনি। সমর্থকদের দাবি, গ্লেজার পরিবার এই ক্লাবের ঐতিহ্য, পরম্পরা নিয়ে থুব একটা ওয়াকিবহাল নয়।
advertisement
4/6
২০১৩ সালে স্যর অ্যালেক্স ফার্গুসন ছেড়ে যাওয়ার পর থেকে ম্যান ইউ আর প্রিমিয়র লিগ জেতেনি। গত পাঁচ বছরে কোনও ট্রফিই জেতেনি ম্যান ইউ।
advertisement
5/6
ক্লাব ডিরেক্টর জোয়েল গ্লেজ়ার জানিয়েছেন, আমরা সমর্থকদের কথাই সবার আগে ভাবছি। ওদের জন্য যেটা সব থেকে ভাল হবে সেটা করব। আমাদের বোর্ড পরিবর্তনের কথা ভাবছে। সেক্ষেত্রে নতুন বিনিয়োগ হতে পারে। অথবা ক্লাবে বিক্রি বা অন্য কোনও আর্থিক সমঝোতাও হতে পারে।
advertisement
6/6
আমেরিকার গ্লেজার পরিবারের সঙ্গে ক্লাবের কর্তাদের মনোমালিন্য হয়েছিল। তবে সেটা যে এমন পর্যায় পৌঁছেছে তা এতদিন আঁচ করা যায়নি। এদিকে, পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের সম্পর্ক তিক্ত হয়ে যায়।