Bollywood Gossips: ‘আমার সঙ্গে ঠিকমতো খেলেনি...’, মাহিমার সেই বিস্ফোরক অভিযোগ লিয়েন্ডারের বিরুদ্ধে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip- লিয়েন্ডার পেজের বিরুদ্ধে একটা সময় মারাত্মক অভিযোগ করেছিলেন মাহিমা চৌধুরি। সেই অভিযোগ ছিল প্রতারণার। ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরেকজনকে ডেট করেছিলেন।
advertisement
1/6

মাহিমা চৌধুরি। অনেকেই তাঁকে এখনও বলেন- পরদেশ গার্ল। বলিউডে তাঁর পরিচিতি সেই পরদেশ সিনেমা দিয়েই। ওই সিনেমায় তাঁর রূপ ও অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। তবে অনেকেই হয়তো জানেন না, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে একটা সময় তিনি সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
advertisement
2/6
লিয়েন্ডার পেজের বিরুদ্ধে একটা সময় মারাত্মক অভিযোগ করেছিলেন মাহিমা। সেই অভিযোগ ছিল প্রতারণার। ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরেকজনকে ডেট করেছিলেন। এমনই দাবি করেছিলেন মাহিমা।
advertisement
3/6
মাহিমা বলেছিলেন, ও টেনিস ভাল খেলত, কিন্তু আমার সঙ্গে খেলাটা ঠিকঠাক ছিল না! লিয়েন্ডার পেজ আমার পিছনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর সেই মেয়েটি ছিলেন রিয়া পিল্লাই। আমি সেই খবর পেয়ে চমকে গিয়েছিলাম।
advertisement
4/6
তিন বছর সম্পর্ক ছিল তাঁদের। লিয়েন্ডারের খেলা দেখতে আসতেন মাহিমা। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হন তাঁরা। তবে সম্পর্ক গড়ায়নি বেশি দূর। এর পর সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়া পিল্লাইয়ের প্রেমে পড়েন লি। তবে সেই সম্পর্কও শেষ হয় তিক্ততার সঙ্গে।
advertisement
5/6
রিয়া পিল্লাইও প্রায় একইরকম অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, লিয়েন্ডার তাঁকে অন্ধকারে রেখে অন্য সম্পর্কে জড়ান। সেই সম্পর্কও শেষ পর্যন্ত আইনি জটিলতায় জড়ায়। অনেক জটিলতার পর রিয়া ও লি আলাদা হন।
advertisement
6/6
মাহিমা পরবর্তী সময়ে বলেন, লিয়েন্ডারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আমার জীবনে কোনও প্রভাব পড়েনি। বরং আমি আরও পরিণত হয়ে উঠেছি। লিয়েন্ডার অবশ্য এই নিয়ে কখনও মুখ খোলেননি।