TRENDING:

প্রেম মাখোমাখে, বিয়েও ঠিক! হঠাৎ সব 'অন্ধকার'! জাদেজা-মাধুরীর প্রেম আজও 'রহস্য'

Last Updated:
Ajay Jadeja-Madhuri Dixit- প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ।
advertisement
1/7
প্রেম মাখোমাখে, বিয়েও ঠিক! হঠাৎ সব 'অন্ধকার'! জাদেজা-মাধুরীর প্রেম আজও 'রহস্য'
কিছুদিন আগেই তাঁকে নাওয়ানগরের জামসাহেব (মহারাজ) ঘোষণা করা হয়েছে। গুজরাতের কচ্ছের রণের দক্ষিণে একসময় নাওয়ানগরের অবস্থান ছিল। বর্তমানে সেই এলাকার নাম জামনগর। আচমকাই খবরের শিরোনামে অজয় জাদেজা। একটা সময় ভারতের ভরসাযোগ্য ব্যাটার ছিলেন তিনি। এই হ্যান্ডসাম ক্রিকেটারের মহিলা ভক্তও কিন্তু কম ছিল না। সেই জাদেজা আচমকা উত্তরাধিকার সূত্রে ১৪৫০ কোটি টাকার মালিক!
advertisement
2/7
প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। আজ আমরা বলব জাদেজা ও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেম নিয়ে।
advertisement
3/7
প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। আজ আমরা বলব জাদেজা ও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেম নিয়ে। তবে অনেকে জানেন না, একটা সময় মাধুরীর সঙ্গে জাদেজার বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল।
advertisement
4/7
জাদেজার বাবা দৌলতসিংজি জাদেজা জামনগর লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ ছিলেন। জাদেজা ক্রীড়াজীবনে বিতর্কে জড়ালেও দীর্ঘ দিন ধরে সমাদৃত। তবে অনেকেই জানেন না, বলিউড নায়িকা মাধুরী দীক্ষিতের সঙ্গে একটা সময় সম্পর্কে ছিলেন জাদেজা। তাঁদের বিয়ে নিয়েও কথা এগিয়ে গিয়েছিল।
advertisement
5/7
দু’জনের আলাপ হয়েছিল এক ফটোশুটের সময়। প্রথম দেখাতেই মাধুরীর প্রেমে পড়ে যান জাদেজা। এর পর মাধুরীও ক্রমশ অজয়ের কাছাকাছি আসতে শুরু করেন। জানা যায়, একটা সময় মাধুরী নিজের প্রভাব খাটিয়ে অজয় জাদেজার বলিউড ডেবিউ করিয়েছিলেন।
advertisement
6/7
১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। শোনা যায়, জাদেজার কলঙ্ক নিজের মাথায় নিতে চাননি মাধুরী। তাই নিজেই ভেঙে দেন সম্পর্ক। প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়ে যাওয়া সম্পর্ক ভেঙে যায় আচমকাই।
advertisement
7/7
এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে নেন মাধুরী। ওদিকে অজয়ও বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু অদিতি জেটলিকে, তিনি আবার রাজনীতিবিদ জয়া জেটলি ও অশোক জেটলির মেয়ে।
বাংলা খবর/ছবি/খেলা/
প্রেম মাখোমাখে, বিয়েও ঠিক! হঠাৎ সব 'অন্ধকার'! জাদেজা-মাধুরীর প্রেম আজও 'রহস্য'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল