TRENDING:

Love Life Gossip: ৯৩ বছরে কচি বউ ঘরে আনলেন, পঞ্চম বিয়ের আগে যাঁদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই কোটি- কোটিপতি

Last Updated:
Love Life Gossip: শনিবার বিয়ের আসর আসেন ৯৩ বছরের রুপার্ট অন্যদিকে পাত্রী এলানার বয়স ৬৭ বছর৷ রুপার্ট মিডিয়া ব্যারন এবং বিলিয়নিয়র৷ অন্যদিকে পাত্রী বর্তমানে রিটায়র্ড৷ তিনি মলিকিউলার বায়োলজিস্ট৷
advertisement
1/8
৯৩ বছরে কচি বউ ঘরে আনলেন, ৫ম বিয়ের আগে যাঁদের সঙ্গে ঘর বেঁধেছিলেন কোটি-কোটিপতি
১৯৬৭ সাল- প্রথমবার বিয়ে করেছিলেন৷ তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়েছে আরও তিনটি বিয়ে করেছিলেন, কিন্তু চারটি বিয়ে করেও থামলেন না, ফের বিয়ে করলেন ২০২৪ -এ৷ পাত্রের নাম রুপার্ট মারডক আর পাত্রীর নাম এলানা জুকোভা৷ Photo - Representative
advertisement
2/8
শনিবার বিয়ের আসর আসেন ৯৩ বছরের রুপার্ট অন্যদিকে পাত্রী এলানার বয়স ৬৭ বছর৷ রুপার্ট মিডিয়া ব্যারন এবং বিলিয়নিয়র৷ অন্যদিকে পাত্রী বর্তমানে রিটায়র্ড৷ তিনি মলিকিউলার বায়োলজিস্ট৷ Photo - Representative
advertisement
3/8
রুপার্ট তাঁর পঞ্চম স্ত্রীয়ের চেয়ে বয়সে ২৬ বছরের বড়৷  তার চেয়ে অনেক ছোট পাত্রীর সঙ্গে ফের একবার বিয়ের ইনিংস খেলবেন৷ Photo - Representative
advertisement
4/8
প্যাট্রিসিয়া বুকার ছিলেন রুপার্ট  মারডকের প্রথম স্ত্রী ৷ তিনি অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট, ১৯৬০ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়৷ Photo - Representative
advertisement
5/8
আন্না ট্রভ মারডকের দ্বিতীয় স্ত্রী৷  তিনি পেশায় সাংবাদিক ছিলেন৷ এই বিয়েটা ৩০ বছর চলেছিল৷  ১৯৯৯ সালে এই দ্বিতীয় বিয়ের ডিভোর্সটা হয়৷ Photo - Representative
advertisement
6/8
এরপরের মারডকের তৃতীয় স্ত্রী জীবনে আসেন৷ তাঁদের বিয়ে ২০১৩ সালে বিয়েটি শেষ হয়ে যায়৷ এই বউয়ের নাম ওয়েন্ডি ডেং৷ দ্বিতীয় বিয়ে ভাঙার কয়েক মাসের মধ্যেই তৃতীয় বিয়েটি করেছিলেন৷ Photo - Representative
advertisement
7/8
২০১৬ সালে মডেল জেরি হলকে বিয়ে করেন রুপার্ট৷ এই বিয়ের ইনিংসও শেষ হয়ে যায় ২০২১ সালে৷ Photo - Representative
advertisement
8/8
এবার ৯৩ বছর বয়সে নিজের পঞ্চম বিয়েটি সেরে নিলেন রুপার্ট৷ এতগুলি বিয়ে থেকে ৬টি সন্তান রয়েছে৷ Photo - Representative
বাংলা খবর/ছবি/খেলা/
Love Life Gossip: ৯৩ বছরে কচি বউ ঘরে আনলেন, পঞ্চম বিয়ের আগে যাঁদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই কোটি- কোটিপতি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল