100% Love: শুধু সচিনই নন, বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেন ‘এই’ ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রেমে (Love) পড়লে আর বয়স কী? ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketer) স্ত্রী-রা (Wife) অনেকেই তাঁদের চেয়ে ৯-১০ বছরের বড়৷
advertisement
1/6

ক্রিকেটারদের নিয়ে ভারতে মানুষের আগ্রহ চরমে৷ তাঁরা কী খান, কী পরেন, কার সঙ্গে ঘর করেন- সবকিছুই সাধারণ মানুষ জানতে চান৷ তাঁদের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁওয়া৷ সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকর - এঁদের বিয়ের সব গল্প জানা৷ অঞ্জলি -সচিনের চেয়ে বয়সে বড়৷ এই গল্প সকলেই জানেন৷ অঞ্জলি -সচিনের থেকে ৪ বছরের বড়৷ তাঁদের দুই সন্তান ৷ Photo- Collected
advertisement
2/6
বেঙ্কটেশ প্রসাদ ভারতের দায়িত্বশীল তারকা পেসার ছিলেন৷ বহু বছর বিপক্ষ দলের ত্রাস ছিলেন৷ প্রসাদ ১৯৯৬ সালে প্রেমে ক্লিন বোল্ড হয়ে যান তিনি৷ বেঙ্কটেশ প্রসাদ স্ত্রী জয়ন্তীর থেকে ৯ বছরের ছোট৷ Photo- Collected
advertisement
3/6
ইরফান পাঠান ভারতীয় ক্রিকেট দল আরেক জোরে বোলার ও অলরাউন্ডার ইরফান পাঠানের বিয়ে সফা বেগের সঙ্গে হয়৷ ইরফান পাঠান নিজের থেকে ১০ বছরের বড় মেয়েকে বিয়ে করেছেন৷ Photo- Collected
advertisement
4/6
টিম ইন্ডিয়ার জোরে বোলার মহম্মদ শামি স্ত্রী হাসিন জাহানের থেকে ছোট৷ এখন দুজনের বিয়ে অবশ্য ভাঙার মুখে দাঁড়িয়ে৷ তিনি মহম্মদ শামির থেকে ১০ বছরের বড়৷ তাঁদের একটি মেয়ে রয়েছে৷ Photo- Collected
advertisement
5/6
শিখর ধাওয়ান বিয়ে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে হয়েছিল৷ আয়েশার এর আগে একটি বিয়ে ছিল৷ হরভজন সিংয়ের হাত ধরেই দুজনের পরিচয়-প্রেম-পরিণয়৷ কিন্তু এই বছর শুরুতে বিয়েটা ভেঙে যায়৷ তাঁর স্ত্রী-র আগে দুটি মেয়ে ছিল, এরপর শিখর ও আয়েশার এক ছেলে হয়৷ Photo- Collected
advertisement
6/6
অনিল কুম্বলের স্ত্রী-র নাম চেতনা কুম্বলে৷ দুজনের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে৷ অনিল কুম্বলের স্ত্রী চেতনার আগেও বিয়ে হয়েছিল৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে৷ চেতনা অনিল কুম্বলের চেয়ে ৭ বছরের বড়৷ Photo- Collected