TRENDING:

100% Love: শুধু সচিনই নন, বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেন ‘এই’ ক্রিকেটাররা

Last Updated:
প্রেমে (Love) পড়লে আর বয়স কী? ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketer) স্ত্রী-রা (Wife) অনেকেই তাঁদের চেয়ে ৯-১০ বছরের বড়৷
advertisement
1/6
100% Love: বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে ‘এই’ ক্রিকেটারদের
ক্রিকেটারদের নিয়ে ভারতে মানুষের আগ্রহ চরমে৷ তাঁরা কী খান, কী পরেন, কার সঙ্গে ঘর করেন- সবকিছুই সাধারণ মানুষ জানতে চান৷ তাঁদের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁওয়া৷ সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকর - এঁদের বিয়ের সব গল্প জানা৷ অঞ্জলি -সচিনের চেয়ে বয়সে বড়৷ এই গল্প সকলেই জানেন৷ অঞ্জলি -সচিনের থেকে ৪ বছরের বড়৷ তাঁদের দুই সন্তান ৷ Photo- Collected
advertisement
2/6
বেঙ্কটেশ প্রসাদ ভারতের দায়িত্বশীল তারকা পেসার ছিলেন৷ বহু বছর বিপক্ষ দলের ত্রাস ছিলেন৷ প্রসাদ ১৯৯৬ সালে প্রেমে ক্লিন বোল্ড হয়ে যান তিনি৷ বেঙ্কটেশ প্রসাদ স্ত্রী জয়ন্তীর থেকে ৯ বছরের ছোট৷ Photo- Collected
advertisement
3/6
ইরফান পাঠান ভারতীয় ক্রিকেট দল আরেক জোরে বোলার ও অলরাউন্ডার ইরফান পাঠানের বিয়ে সফা বেগের সঙ্গে হয়৷ ইরফান পাঠান নিজের থেকে ১০ বছরের বড় মেয়েকে বিয়ে করেছেন৷ Photo- Collected
advertisement
4/6
টিম ইন্ডিয়ার জোরে বোলার মহম্মদ শামি স্ত্রী হাসিন জাহানের থেকে ছোট৷ এখন দুজনের বিয়ে অবশ্য ভাঙার মুখে দাঁড়িয়ে৷ তিনি মহম্মদ শামির থেকে ১০ বছরের বড়৷ তাঁদের একটি মেয়ে রয়েছে৷ Photo- Collected
advertisement
5/6
শিখর ধাওয়ান বিয়ে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে হয়েছিল৷ আয়েশার এর আগে একটি বিয়ে ছিল৷ হরভজন সিংয়ের হাত ধরেই দুজনের পরিচয়-প্রেম-পরিণয়৷ কিন্তু এই বছর শুরুতে বিয়েটা ভেঙে যায়৷ তাঁর স্ত্রী-র আগে দুটি মেয়ে ছিল, এরপর শিখর ও আয়েশার এক ছেলে হয়৷ Photo- Collected
advertisement
6/6
অনিল কুম্বলের স্ত্রী-র নাম চেতনা কুম্বলে৷ দুজনের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে৷ অনিল কুম্বলের স্ত্রী চেতনার আগেও বিয়ে হয়েছিল৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে৷ চেতনা অনিল কুম্বলের চেয়ে ৭ বছরের বড়৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/খেলা/
100% Love: শুধু সচিনই নন, বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেন ‘এই’ ক্রিকেটাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল