২১ বলে ৫০, 'আসল' টাইগার লিটন দাস আউট হতেই খেল খতম বাংলাদেশের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Liton Das: লিটন দাসের এই লড়াই অনেকদিন মনে থাকবে ভারত-বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
advertisement
1/5

২১ বলে ৫০। ভারতের বিরুদ্ধে লিটন দাসের এদিনের ইনিংস বাংলাদেশের সমর্থকরা অনেকদিন মনে রাখবেন। এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি করলেন লিটন। বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি এখন তাঁর নামের পাশে।
advertisement
2/5
তামিম ইকবাল দুম করে টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সমস্যায় পড়েছিল বাংলাদেশ। সেই সমস্যা থেকে আপাতত টিম ম্যানেজমেন্টকে মুক্তি দিলেন লিটন। তিন নম্বরে নামতেন। এবার থেকে হয়তো তাঁকেই ওপেনার হিসেবে ভাববে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক।
advertisement
3/5
লিটন দাসের এমন একটি ইনিংসের শেষটা অবশ্য় ভাল হল না। তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হলেন তিনি। কে এল রাহুলের ডিরেক্ট হিট স্টাম্প ভেঙে দেয়। ভেজা মাঠে লিটন ঝাঁপ দিয়ে ক্রিজে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।
advertisement
4/5
লিটন দাস আউট হওয়ার পর বাংলাদেশের ভরসার নাম ছিল শাকিব আল হাসান। তিনি দলের ক্যাপ্টেন। তবে তিনি পারলেন না। ভারতীয় বোলিংয়ের সামনে সেভাবে আর দাঁড়াতে পারেননি কোনও বাংলাদেশী ব্যাটার।
advertisement
5/5
বৃষ্টি এবং লিটন দাস বাংলাদেশের আশা বাড়িয়েছিল। তবে সেই আশা পূরণ হল না। লিটন দাস অবশ্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিলেন।