জম্মু-কাশ্মীরে খোঁজ মিলল 'সাদা সোনা'র ভাণ্ডারের, গুপ্তধন বদলে দেবে ভারতের ভাগ্য!
- Published by:Suman Majumder
Last Updated:
Lithium In jammu: জম্মু-কাশ্মীরে সাদা সোনার বিরাট ভাণ্ডার। ভারতের আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে এবার!
advertisement
1/6

ভারতে প্রথমবার লিথিয়ামের বিশাল ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় এই বিশাল মজুদ পাওয়া গেল।জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) প্রায় ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে বলে জানিয়েছে। এর ফলে লিথিয়াম স্টোরেজের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠতে পারে। লিথিয়ামের এত বিশাল মজুদ ভারতের ভাগ্য বদলে দিতে পারে।
advertisement
2/6
লিথিয়ামকে বলা হয় সাদা সোনা। এই ধাতু বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়। আর ভারত সরকার এখন ই-ভেহিকেল তৈরিতে জোর দিয়েছে।
advertisement
3/6
সংবাদ সংস্থা পিটিআই-জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের খনন কার্যের সচিব অমিত শর্মা জানিয়েছেন, GSI দ্বারা পরিচালিত G-3 সমীক্ষায় জানা গিয়েছে, বৈষ্ণো দেবীর মন্দিরের পাদদেশে অবস্থিত সালাল গ্রামে (রিয়াসি জেলা) লিথিয়াম রয়েছে। ভারত এখনও লিথিয়ামের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল। তবে এবার লিথিয়ামের বাজারে ভারতের উত্থান হতে পারে।
advertisement
4/6
লিথিয়াম এমন একটি ধাতু যা মোবাইল, ল্যাপটপ, বৈদ্যুতিক যান সহ বিভিন্ন জিনিসের জন্য চার্জেবল ব্যাটারি তৈরি করতে ব্যবহৃত হয়। ভারত লিথিয়ামের মজুদ পেয়ে লাভবান হবে। কারণ ভারত অন্যান্য দেশ থেকে ৯৬ শতাংশ লিথিয়াম আমদানি করে।
advertisement
5/6
লিথিয়াম কিনতে ভারতকে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। তবে এবার ভারত নিজের প্রয়োজন মিটিয়ে অন্য দেশেও লিথিয়ামম রপ্তানি করতে পারবে বলে মনে করা হচ্ছে।
advertisement
6/6
চিন থেকে ভারত প্রয়োজনীয় লিথিয়ামের মোট ৮০ শতাংশ কেনে। ফলে ভারতে লিথিয়ামের মজুদ উদ্ধার হওয়ার পর চিনের প্রশাসনিক কর্তাদের ঘুম উড়েছে।