Lionel Messi : মেসির বাড়িতে বিরাট বিপদ, ভারত সফর শেষ করে ফিরতেই পরিবারে বড় অঘটন আর্জেন্টিনার মহাতারকার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi : ভারত সফর শেষ করে বাড়ি ফিরতেই লিওনেল মেসির বাড়িতে বড় বিপদ। মেসির বোন মারিয়া সোল মিয়ামিতে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনা কবলে পড়েন।
advertisement
1/6

ভারত সফর শেষ করে বাড়ি ফিরতেই লিওনেল মেসির বাড়িতে বড় বিপদ। মেসির বোন মারিয়া সোল মিয়ামিতে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনা কবলে পড়েন। তিনি হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। এই ঘটনার কারণে জানুয়ারির শুরুতে নির্ধারিত তারিখে তাঁর বিয়েও পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
advertisement
2/6
আর্জেন্টিনার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী মারিয়া সোল এই দুর্ঘটনায় শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন। এর মধ্যে রয়েছে মেরুদণ্ডে ফ্র্যাকচার, গোড়ালি ও কবজির হাড় ভাঙা। মেসির মা সেলিয়া জানান, মারিয়া সোল এখন আগের থেকে ভাল আছেন।
advertisement
3/6
জানুয়ারির ৩ তারিখ তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। তবে চোটের জন্য আপাতত মেসির বোনকে অনির্দিষ্ট সময় বিশ্রামে থাকতে হবে। আর তাই বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে।
advertisement
4/6
জানা যাচ্ছে, মিয়ামিতে গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মারিয়া সোল দেওয়ালে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার ঠিক আগেই মারিয়া হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বলেও দাবি করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও সরকারি কোনও বিবৃতি পাওয়া যায়নি।
advertisement
5/6
মারিয়ার হবু বর জুলিয়ান আরেয়ানো, বর্তমানে ইন্টার মায়ামি সিএফ-এর অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করছেন। তাঁদের রাজকীয় বিয়ের আসরে লিওনেল মেসি, আন্তোনেলা রোকুজ্জো-সহ পুরো মেসি পরিবারের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আপাতত বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
advertisement
6/6
ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হিসেবে পরিচিত মারিয়া সোল। মেসির বোন হওয়া সত্ত্বেও বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন তিনি। একটা সময় স্পেনে থাকলেও এখন আর্জেন্টিনায় ফিরে এসেছেন ব্যাবসার জন্য।