বিশ্বকাপ ফাইনালের আগে হোটেলের ঘরে একা নন মেসি! সঙ্গে তা হলে কে!
- Published by:Suman Majumder
Last Updated:
Lionel Messi: হোটেলের ঘরে মেসি কার সঙ্গে রয়েছেন! জেনে নিন।
advertisement
1/5

জাতীয় শিবিরে তাঁরা সব সময় এক ঘরে থেকেছেন। তবে এখন আর সেই সুযোগ হয় না। সের্খিও আগুরেরোর সঙ্গে আর থাকা হয় না মেসির। কারণ আগুয়েরো হৃদরোগে সমস্যার জন্য ফুটবলকে আলবিদা বলে দিয়েছেন। মেসি এখনও খেলে চলেছেন।
advertisement
2/5
আগুয়েরোর অবসরের পর মেসি হোটেলের ঘরে সাধারণত একাই থাকেন। আর কাউকে রুমমেট হিসেবে নেননি এলএমটেন। তবে এবার পুরনো সঙ্গী ফিরল মেসির ঘরে।
advertisement
3/5
আগুয়েরোকে আর্জেন্টিনা দলের সঙ্গেই দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ড মেসির সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছিলেন। এবার সেই আগুয়েরো পৌঁছে গেলেন মেসির ঘরে।
advertisement
4/5
২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তাঁরা একসঙ্গে খেলেছেন। আবার মেসির রুমমেট হলেন আগুয়েরো। কাতারে বিশ্বকাপ ফাইনালের আগে মেসি রুম শেয়ার করছেন আগুয়েরোর সঙ্গে।
advertisement
5/5
এবার বিশ্বকাপে ৫টি গোল করেছেন মেসি। করিয়েছেন তিনটি গোল। ফাইনালে তিনিই আর্জেন্টিনার সব থেকে বড় ভরসা।