TRENDING:

তাজমহলের মতো মেসির বাড়ির উপর দিয়েও বিমান ওড়ে না! কারণটা জেনে নিন

Last Updated:
5 places over which planes cannot fly: বিশ্বের এই পাঁচটি জায়গা নো ফ্লাই জোন। মেসির বাড়ি, তাজমহলও রয়েছে তালিকায়।
advertisement
1/6
তাজমহলের মতো মেসির বাড়ির উপর দিয়েও বিমান ওড়ে না! কারণটা জেনে নিন
নো ফ্লাই জোন। এমন এলাকা দিয়ে প্লেন ওড়া নিষিদ্ধ। সাধারণত, সেই জায়গাগুলি সামরিক ঘাঁটি বা কোনও দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। বিশ্বের ৫টি এমন জায়গার নাম আজ আমরা বলব যেখান দিয়ে বিমান ওড়া নিষিদ্ধ।
advertisement
2/6
তিব্বতকে বলা হয় বিশ্বের ছাদ। কারণ এখানে অনেক উঁচু পর্বতমালা রয়েছে। বিশ্বের দুটি সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট এবং K2 এখানে অবস্থিত। ওই অঞ্চল দিয়ে ওড়ার সময় বিমানের ইঞ্জিন যদি থেমে যায় এবং সেটি নীচের দিকে উড়তে শুরু করে, তবে ক্র্যাশ হতে পারে। দ্বিতীয় কারণটি হল, সেখানে এমন কোনও নিরাপদ জায়গা নেই যেখানে জরুরি অবতরণ করা যায়।
advertisement
3/6
মক্কাকে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। সারা বিশ্বের শত শত মুসলিম হজ করতে যান। মক্কার উপর দিয়ে প্লেন উড়তে পারে না। এই পবিত্র স্থানের উপর দিয়ে যদি কোনো বিমান উড়তে দেখা যায়, তাহলে বিমান সংস্থাকে জরিমানা করা হয়।
advertisement
4/6
ভালবাসার প্রতীক হিসেবে বিবেচিত তাজমহলও রয়েছে এই তালিকায়। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। ৭টি আশ্চর্যের মধ্যেও অন্তর্ভুক্ত এটি। সেই কারণে ভারত সরকারও এটিকে নো ফ্লাই জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে। বিমান ওড়ার ফলে কম্পন তাজমহলে খারাপ প্রভাব ফেলতে পারে। ভবনের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
5/6
বহু বছর ধরেই স্পেনের গাভা শহরেই পরিবার নিয়ে থাকেন মেসি। ওই বাড়ির উপর থেকে আকাশপথে চলাচল করে না কোনও বিমান। তবে কোনও নিরাপত্তা জনিত কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বার্সেলোনায় গাভা শহরটি পরিবেশগতভাবে উড়ানের জন্য নিষিদ্ধ এলাকা। লিওনেল মেসি এই এলাকাতেই থাকেন। বসবাসের উপযুক্ত হলেও গাভা এলাকায় বিমান ওঠানামা উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিছুদিন আগে স্প্যানিশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এই তথ্য প্রকাশ করেছিলেন।
advertisement
6/6
মাচু পিচু পেরুর আন্দিজ পর্বতমালায় সমুদ্র থেকে ৭ হাজার ফিট উচ্চতায় অবস্থিত। এটি ইনকান সাম্রাজ্যের একটি প্রতীক যা ৬০০ বছর আগে নির্মিত হয়েছিল। এটি এক সময়ে ৭টি আশ্চর্যের মধ্যেও অন্তর্ভুক্ত ছিল। এখানে পর্যটনের প্রসার ও পরিবেশ ভাল রাখতে এই স্থানটিকেও নো-ফ্লাই জোনে রাখা হয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
তাজমহলের মতো মেসির বাড়ির উপর দিয়েও বিমান ওড়ে না! কারণটা জেনে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল