Lionel Messi wins World Cup: মসিহা মেসি! কাঁপিয়ে দিলেন, সারা বিশ্ব এখন পদানত, রইল বিশ্বকাপ জয়ের ফটো
- Published by:Debalina Datta
Last Updated:
বাঙালি মাত্রেই প্রিয় ডায়লগ যা লালমোহন বাবুর গলায় ছিল, ‘‘এটা আমার’’- সেটাই এদিন বললেন মেসি...
advertisement
1/6

বিশ্বকাপ তাঁর হাতের মুঠোয়৷ কখনও ছুঁয়ে দেখছেন, কখনও চুম্বনে ভরিয়ে দিলেন, রবিবাসরীয় রাতে জ্বলজ্বল করছে নক্ষত্র আগামী চার বছরের বিশ্বফুটবলে শ্রেষ্ঠত্বের তাজ আর্জেন্টিনার মাথায়৷ আর ম্যাজিকম্যান মেসির পা ও মাথা এই তাজের কারিগর৷ Photo- AP
advertisement
2/6
এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷ Photo- AP
advertisement
3/6
এদিন মেসি বিশ্বকাপ হাতে তুলে ধরে মাতলেন অনাবিল আনন্দে৷ Photo- AP
advertisement
4/6
ভাসলেন বিশ্বকাপের জয়োচ্ছ্বাসে৷ Photo- AP
advertisement
5/6
প্রতিটা মুহূ্র্ত এক অনবদ্য ফ্রেম৷ ৭ টি ব্যালন ডি অরের মালিক দেশের জার্সি গায়ে শাপমোচন করেছিলেন কোপা আমেরিকার ফাইনাল জিতে৷ Photo- AP
advertisement
6/6
আর যেন পরশপাথর ছুঁয়ে ফেললেন৷ যাতে আরও সোনালি হয়ে উঠল দুটি বিশ্বকাপে গোল্ডেন বলের মালিকের কেরিয়ার৷ Photo- AP