Messi Kolkata Tour : মেসি আসছেন কলকাতায়..! আর মাত্র কয়েক ঘণ্টা, যাঁরা টিকিট পেলেন না, বাড়িতে কোথায় দেখবেন মেসির সফর?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi GOAT Tour : ২০১১ সালের পর আবার ভারতে আসছেন লিওনেল মেসি। তবে সেবার মেসি বিশ্বকাপ না জিতে এসেছিলেন। তাঁর এবারের সফর স্পেশাল। কারণ এখন তিনি বিশ্বকাপজয়ী।
advertisement
1/6

কলকাতা তৈরি! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আসছেন লিওনেল মেসি। তবে অনেকের জন্য ব্যাপারটা মন খারাপের। কারণ তাঁরা মেসির টিকিট পাননি। ফলে অনেকেই ভাবছেন, মেসির কলকাতা সফর চাক্ষুস করবেন কীভাবে!
advertisement
2/6
২০১১ সালের পর আবার ভারতে আসছেন লিওনেল মেসি। তবে সেবার মেসি বিশ্বকাপ না জিতে এসেছিলেন। তাঁর এবারের সফর স্পেশাল। কারণ এখন তিনি বিশ্বকাপজয়ী। ১২ ডিসেম্বর কলকাতায় আসবেন মেসি। মেসি হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে যাবেন। ১৩ তারিখ কলকাতা ও হায়দরাবাদ, ১৪ তারিখ মুম্বই ও ১৫ তারিখ তিনি দিল্লিতে থাকবেন। এই সফরে তাঁর সঙ্গে শাহরুখ খান ও প্রধানমন্ত্রী মোদিরও দেখা করার কথা।
advertisement
3/6
যাঁরা মেসির টিকিট পাননি তাঁরা সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখতে পারেন মেসির কলকাতা সফর। তবে তার জন্য আপনার সাবস্ক্রিপশন থাকতে হবে।
advertisement
4/6
১২ ডিসেম্বর রাত একটা (যদিও ক্যালেন্ডার অনুযায়ী ১৩ ডিসেম্বর) নাগাদ কলকাতায় আসবেন মেসি। মেসির মূল ইভেন্ট ১৩ ডিসেম্বর। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হোটেলে স্পনসরদের একটি অনুষ্ঠান রয়েছে।
advertisement
5/6
এর পর সকাল ১০টা নাগাদ মেসির যুবভারতীতে যাওয়ার কথা। তার পর মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ। সেই ম্যাচ মেসির দেখার কথা। এর পর মেসি দুই দলের প্লেয়ারদের সঙ্গে দেখা করবেন।
advertisement
6/6
যুবভারতী থেকে মেসি হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফিটের মূর্তি উন্মোচন করবেন। এর পর দুপুরে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি।