Lionel Messi : ভারত সফরের ২৫ দিন পর মুখ খুললেন মেসি, যুবভারতীর সেই ঘটনা...! মেসি এক বিস্ফোরক দাবি করে বসলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi : যুবভারতীতে এসে মেসির সেই শান্তিই বিঘ্নিত হয়েছিল। মেসিকে ঘিরে সৃষ্টি হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। এর পর মেসি নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান। তবে মেসি সেই সাক্ষাৎকারে ভারত সফর নিয়ে কোনও কথা বলেননি।
advertisement
1/6

Lionel Messi-কে ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনা। মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার, ২২ কোটি টাকা ফ্রিজ, ১০০ কোটি টাকার আর্থিক অনিয়মের তদন্ত চলছে। এখনও পুলিশি হেফাজতে শতদ্রু। এসবের মাঝে মেসি এবার খোলামেলা আলোচনা করলেন নিজের ব্যাপারে।
advertisement
2/6
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে তিনি বলেছেন, আসলে কেমনভাবে মেসি জীবন-যাপন করেন! মেসি জানিয়েছেন, ভিড়ভাট্টা তিনি একেবারেই পছন্দ করেন না।
advertisement
3/6
মেসি বলেছেন, "আমি খুবই অদ্ভুত ধরণের মানুষ। আমি বেশিরভাগ সময় একা থাকতে ভালবাসি। বাড়িতে আমার তিন ছেলে সব সময় ঝামেলা করে। ওরা গোটা বাড়ি লণ্ডভণ্ড করে রাখে। এসবে আমার অস্বস্তি হয়। আমি সব সময় শান্তিতে থাকতে ভালবাসি।"
advertisement
4/6
যুবভারতীতে এসে মেসির সেই শান্তিই বিঘ্নিত হয়েছিল। মেসিকে ঘিরে সৃষ্টি হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। এর পর মেসি নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান। তবে মেসি সেই সাক্ষাৎকারে ভারত সফর নিয়ে কোনও কথা বলেননি।
advertisement
5/6
মেসিকে কি এর পর কোচ হিসেবে দেখা যাবে? মেসি বলেছেন, আমি কোনও ক্লাবের মালিক হতে চাই। নতুন প্লেয়াররা যে ক্লাব থেকে উঠে আসবে। আমি কোচ হতে চাই না।
advertisement
6/6
মেসি আরও বলেছেন. এআই, সোশ্যাল মিডিয়া এসব তাঁর নাপসন্দ। তিনি এগুলি থেকে দূরে থাকেন। মেসি এটাও বলেছেন, তিনি ইংরেজি বলতে পছন্দ করেন না। প্রয়োজনের বাইরে তিনি ইংরেজি বলতে চান না বলেও জানান।