Lionel Messi Birthday: গোল করার পর মেসির ট্রেডমার্ক সেলিব্রেশন, কাকে গোল উৎসর্গ করেন বিশ্বজয়ী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi Birthday: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশেষ দিনে জেনে নিন গোল করার পর কাকে উৎসর্গ করেন মেসি।
advertisement
1/6

গোল করার পর দীর্ঘ ২ দশক ধরে লিওনেল মেসির একাধিক সেলিব্রশনের ভঙ্গি দেখেছে ফুটবল বিশ্ব। যা সকলের মন জয় করে নিয়েছে।
advertisement
2/6
তবে মেসির গোল সেলিব্রেশনের মধ্যে সবথেকে জনপ্রিয় হল আকাশের দিকে দু হাতের দুটি আঙুল উঁচু নিজের করা গোলটি উৎসর্গ করা।
advertisement
3/6
তবে এই গোল করার পর আকাশের দিকে দু হাতের দুটি আঙুল তুলে কাকে গোল উৎসর্গ করেন মেসি? সেই তথ্য অনেকের কাছেই অজানা।
advertisement
4/6
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে মেসি নিজেই এই বিশষ সেলিব্রেশনের রহস্য ভেদ করেছিলেন। জানিয়েছিলেন নিজের প্রয়াত দিদিকে গোল উৎসর্গ করেন।
advertisement
5/6
মেসি জানিয়েছিলেন, "সে আমাকে ফুটবল খেলতে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে এখন দেখতে পাচ্ছে না আমি কতদূর এসেছি। তবুও, সে আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করে চলেছে।"
advertisement
6/6
মেসির যখন ১১ বছর বয়স তখন তাঁর দিদা প্রয়াত হন। তাই নিজের গোল করে দু-হাত উঁচিয়ে আকাশের দিকে গোল উৎসর্গ করেন মেসি।