Lionel Messi Birthday: মেসির 'আসল' ডাক নাম কী? যা অনেকের কাছেই অজানা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi Birthday: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশেষ দিনে জেনে নিন কি কি ডাকনাম রয়েছে ফুটবল মহাতারকার।
advertisement
1/7

২৪ জুন লিওনেল মেসির জন্মদিন। ৩৬ তম জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন মেসির।
advertisement
2/7
এমন বিশেষ দিনে প্রিয় তারকার অজানা নানা বিষয় নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। মেসির ফ্যানেদের মধ্যে অনেকেরই অজানা মেসির ডাক নাম।
advertisement
3/7
মেসির নানা ধরনের ডাক নাম শোনা যায়। অনেকেই মেসিকে লিও বলে ডেকে থাকেন। কেউ আবার এলএমটেন বলে ডেকে থাকেন। তবে মেসির আরও ডাক নাম রয়েছে।
advertisement
4/7
মেসির আরও একটি ডাক নাম হল ‘The Flea’। ফুটবল মাঠে মেসির ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকেন অনেকেই।
advertisement
5/7
মেসির 'The Flea' ডাক নামটি খুবই প্রচলিত বার্সেলোনায়। বার্সার অ্যাকাডেমিতে ছোটবেলা থেকেই মেসিকে 'The Flea' বলে ডাকা হয়ে থাকে। স্প্যানিশে যাকে বলে 'La Pulga'।
advertisement
6/7
এছাড়াও লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সতীর্থরা তাঁকে 'বামন' বলেও ডেকে থাকেন। যা জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা গোলকিপার ও মেসির সতীর্থ রোমেরো।
advertisement
7/7
এর বাইরেও মেসিকে আরও কিছু নামে ডাকা হয়ে থাকে। অ্যাটোমিক Atomic Flea, La Pulga Atomica, Messidona, G.O.A.T ইত্যাদি। সব মিলিয়ে মেসির একাধিক ডাক নাম রয়েছে।