Lionel Messi Birthday: ৩৮-র মেসি, তাঁর ‘পাগল’ ফ্যানরা জন্মদিন সেলিব্রেশনে যা করলেন, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Lionel Messi Birthday: জন্মদিনে বাংলায় ৩৮ পাউন্ডের কেক কাটলেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি, খেলেন মিষ্টি সহ ৩৮ রকমের পদ
advertisement
1/7

বাংলায় ৩৮ পাউন্ডের কেক কাটলেন মেসি! আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ৩৮ তম জন্মদিন পালনে বাংলার এই এলাকা যেন হয়ে উঠল মিনি আর্জেন্টিনা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/7
দেশ তথা রাজ্যের পাশাপাশি এই বিশেষ দিনটিকে পালন করতে নানা উদ্যোগ নিলেন মেসি ভক্তরা। প্রিয় তারকা খেলোয়ার কে নিয়ে ভাসলেন আবেগে
advertisement
3/7
মেসির জন্মদিন উপলক্ষে উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জের মেসি ফ্যান ক্লাবের উদ্যোগে এলাহি আয়োজনে করা হয়েছিল। ৩৮ তম জন্মদিন এর জন্য, ৩৮ পাউন্ডের কেক কাটা হয়। এখানেই শেষ নয়, বাঙালি রীতি মেনে ৩৮ রকমের পদ ও ৩৮ রকমের মিষ্টি সহযোগে উদযাপনে মেতে ওঠেন মেসি ভক্তরা
advertisement
4/7
বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসির জন্মদিন উপলক্ষে ইছাপুর নবাবগঞ্জ এলাকা কার্যত এদিন রূপ নেয় উৎসবে
advertisement
5/7
কষ্টার্জিত টাকা খরচ করে এই এলাহী আয়োজন যিনি করেন তিনি নিতান্তই একজন স্থানীয় চা বিক্রেতা। মেসির অন্ধভক্ত শিবে পাত্র
advertisement
6/7
আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসি যেন পাত্র পরিবারের একজন অন্যতম সদস্য। আর তাই মেসিকে ভালোবেসে গোটা বাড়ি তিনি রাঙিয়ে তুলেছেন আর্জেন্টিনার রঙে। নিজের কস্টাজিত টাকা দিয়েই স্থাপন করেছেন মেসির মূর্তি। আর সেই মূর্তিকে সামনে রেখেই চলে এদিনের সেলিব্রেশন
advertisement
7/7
সব মিলিয়ে এদিন ইছাপুরে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পালিত হল আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ২০০৫ সাল থেকে কুড়ি বছর ধরে হয়ে এভাবেই মেসির জন্মদিন পালন হয়ে আসছে বঙ্গে