TRENDING:

Messi in Kolkata: প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও

Last Updated:
বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসির পাশাপাশি কলকাতায় চলে এসেছেন শাহরুখ খানও।
advertisement
1/5
প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও
প্রতীক্ষার অবসান ! কলকাতায় চলে এলেন লিওনেল মেসি। এই নিয়ে দ্বিতীয়বার এই শহরে মেসি ৷ শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখলেন তিনি। প্রায় ১৪ বছর পর ফের একবার ভারতে মেসির আগমন।
advertisement
2/5
বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা।
advertisement
3/5
জানা গিয়েছে, মেসির পাশাপাশি শহরে চলে এসেছেন শাহরুখ খানও। যদিও তাঁরা আলাদা বিমানে কলকাতায় এসেছেন। শাহরুখ তাঁর প্রাইভেট জেটে কলকাতায় আসেন।
advertisement
4/5
আজ, শনিবার সকাল সাড়ে ন'টা থেকে সাড়ে দশটা হোটেলেই স্পনসরদের অনুষ্ঠান। সাড়ে দশটা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন। ১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর চলবে সংবর্ধনার পালা। প্লেয়ারদের সঙ্গে পরিচয় সারবেন মেসি, শাহরুখরা।
advertisement
5/5
কলকাতা বিমানবন্দরের চার নম্বর গেটের বাইরে মেসিকে এক ঝলক দেখার জন্য এদিন উপচে পড়েছিল জনতার ভিড়। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে ভিআইপি গেট দিয়ে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁর হোটেলে।
বাংলা খবর/ছবি/খেলা/
Messi in Kolkata: প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল