বিশ্বকাপ হাতে আর্জেন্তিনার জনজোয়ারে স্বাগত মেসি ও তাঁর সতীর্থরা, জয়ের আনন্দে ছুটি ঘোষণা, দেখুন পার্বণের ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Messi returns Argentina: বিজয়ী বীরদের স্বাগত জানাল উচ্ছ্বসিত জনজোয়ার। বিশ্বকাপ জয়ের আনন্দে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে আর্জেন্তিনায়।
advertisement
1/7

বহু প্রতীক্ষিত বিশ্বকাপ নিয়ে নিজেদের দেশে ফিরলেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। মঙ্গলবার কাকভোরে বিজয়ী বীরদের স্বাগত জানাল উচ্ছ্বসিত জনজোয়ার। বিশ্বকাপ জয়ের আনন্দে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে আর্জেন্তিনায়।
advertisement
2/7
মেসি ও তাঁর সতীর্থদের নিয়ে উপস্থিত জনতার গলায় তখন আনন্দসঙ্গীত। এমনকি, ককপিটের জানালা খুলে আর্জেন্তিনার জাতীয় পতাকা উড়িয়ে দেন বিমানচালকও। বিশ্বকাপ হাতে প্লেন থেকে বেরিয়ে রেড কার্পেটে মেসি পা রাখতেই বেজে ওঠে ব্যান্ড।
advertisement
3/7
মঙ্গলবার দিন যত গড়াবে, তত বুয়েনাস আইরেসের রাজপথ জুড়ে জনতার ঢল নামবে বলে মনে করা হচ্ছে। এদিন রাজপথে প্যারেড করবেন বিশ্বকাপজয়ী ফুটবলাররা।
advertisement
4/7
আর্জেন্তিনার সংবাদসংস্থা টেলাম-এর খবর অনুযায়ী, মঙ্গলবার বিজয়ী দল রাত কাটাবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ডে।
advertisement
5/7
বুয়েনাস আইরস জুড়ে এদিন ছুটি ও বনভোজনের মেজাজ। ফুটবলারদের সামনে থেকে দেখবেন বলে যেন শুরু হয়ে গিয়েছে অন্য এক পার্বণ। ঘাসের উপর কম্বল বিছিয়ে বা পিকনিক চেয়ারে চলছে অপেক্ষা।
advertisement
6/7
কাতারের দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর এখন আর্জেন্তিনা জুড়ে বেশ কয়েক দিন ধরে চলবে জয় পার্বণ।
advertisement
7/7
আর্জেন্তিনার শেষ বিশ্বকাপ জয় ১৯৮৬ সালে। ৩৬ বছর পর বিশ্বকাপ গেল সে দেশে। তাছাড়া ২০ বছর পর ফুটবল বিশ্বকাপে জয়ী হল লাতিন আমেরিকার কোনও দেশ। ২০০২ সালে জিতেছিল ব্রাজিল। তারপর শুধুই ইউরোপের দেশগুলির জয়জয়কার। লাতিন আমেরিকার হয়ে খরা কাটালেন মেসি অ্যান্ড কোং।