ছেলে আর বেঁচে নেই, এখনও জানেন না কিংবদন্তি পেলের মা!
- Published by:Suman Majumder
Last Updated:
Pele mother: পেলের মা জানেনই না, ছেলে আর এই পৃ্থিবীতে নেই!
advertisement
1/5

গত বৃহস্পতিবার শেয নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তবে তাঁর মা নাকি এখনও জানেনই না, ছেলে আর বেঁচে নেই!
advertisement
2/5
দ্য মিরর জানিয়েছে, পেলের মা সেলেস্তে এখনও জানেন না, তাঁর ছেলে আর বেঁচে নেই। পেলের মায়ের বয়স এখন ১০০ বছর।
advertisement
3/5
কয়েকদিন আগেই পেলের মায়ের জন্মদিন পালন করা হয়েছিল। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি এখন আগের মতো স্বাভাবিক নন।
advertisement
4/5
পেলের মাকে জানানো হয়েছিল তাঁর ছেলের মৃত্য়ুর খবর। তবে তিনি এমন খবরের গুরুত্ব বুঝতে পারেননি। বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি এই খবর শুনেও কিছুই বুঝে উঠতে পারেননি।
advertisement
5/5
পেলের বোন মারিয়া লুসিয়া আপাতত তাঁর মায়ের দেখাশোনা করেন। মায়ের ১০০তম জন্মদিনে তাঁর সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন পেলে।