Yashpal Sharma: ভারতীয় ক্রিকেটের 'ক্রাইসিস ম্যান', দিলীপ কুমার না থাকলে যশপালের দেশের হয়ে খেলা হত না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
যশপাল শর্মা স্মরণীয় হয়ে থাকবেন বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির জন্য।
advertisement
1/5

১৯৮৩ বিশ্বকাপে তিনি করেছিলেন ২৪০ রান। তবে যশপাল শর্মা স্মরণীয় হয়ে থাকবেন বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির জন্য। ভারতীয় ক্রিকেটের ক্রাইসিস ম্যান বলে ডাকা হত তাঁকে। দলের প্রয়োজনে তিনি ঠিক পারফর্ম করে দিতেন।
advertisement
2/5
৬৬ বছর বয়সে চলে গেলেন যশপাল শর্মা। ভারতীয় ক্রিকেটে আজ শোকের দিন। জাতীয় নির্বাচকও ছিলেন তিনি। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
advertisement
3/5
অভিনেতা দিলীপ কুমারের ভক্ত ছিলেন যশপাল। নিজেই স্বীকার করেছিলেন, দিলীপ কুমার না থাকলে তাঁর হয়তো দেশের জার্সিতে খেলা হত না!
advertisement
4/5
যশপাল শর্মা একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, ইউসুফ ভাই অর্থাত্ দিলীপ কুমার না থাকলে আমি ভারতীয় দলের হয়ে হয়তো খেলতে পারতাম না। কারণ আমার নাম বিসিসিআইয়ের কাছে তুলে ধরার মতো কেউ ছিল না। দিলীপ কুমার নিস্বার্থভাবে আমাকে সাহায্য করেছিলেন।
advertisement
5/5
পাঞ্জাবের রনজি ম্যাচ দেখেছিলেন দিলীপ কুমার। সেই ম্যাচে যশপালের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান তিনি। এর পরই যশপাল শর্মার নাম তিনি বিসিসিআই সভাপতি রাজসিং দুঙ্গারপুরের কাছে বলেন। যশপাল শর্মা সেই কথা মনে করে আজীবন দিলীপ কুমারকে ধন্যবাদ জানিয়ে গিয়েছেন।