TRENDING:

গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

Last Updated:
গুজরাত বাসীর অবেশেষ স্বপ্নপূরণ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম ওরফে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ বদলে গিয়েছে মোতেরা৷ একেবারে নয়া অবতারে সে হাজির হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি৷
advertisement
1/6
ফটোগ্যালারি: গোলাপি টেস্টের জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম
গুজরাত বাসীর অবেশেষ স্বপ্নপূরণ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম ওরফে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ বদলে গিয়েছে মোতেরা৷ একেবারে নয়া অবতারে সে হাজির হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি৷ ইন্ডিয়া-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷
advertisement
2/6
মোতেরা দেখবে দিন-রাতের গোলাপি বলের টেস্ট৷ মেলবোর্নের পর মোতেরাই এখন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম৷ মেলবোর্নে ৯২ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারেন৷ মোতেরার দর্শক আসন ১ লক্ষ ১০ হাজার!
advertisement
3/6
মোতেরার কার পার্কিং লটে এক সঙ্গে ৩০০০ চারচাকা ও ১০ হাজার দু'চাকা রাখা যাবে৷ ১০ ফুট বাই ২০ ফুটের জোড়া জায়ান্ট এলইডি জায়ান্ট স্ক্রিন থাকছে দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার জন্য৷
advertisement
4/6
মোতেরার ক্লাব হাউসও চমকে দেওয়ার মতো৷ পাঁচতলা ক্লাব হাউসে ৫৫টি দুরন্ত সুবিধাযুক্ত ঘর রয়েছে৷ ব্যাডমিন্টন, কাবাডি, বক্সিং, টেবিল টেনিস, বাস্কেটবল খেলার পাশাপাশি এখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা৷ আছে জিম ও রেস্তোরাঁ৷
advertisement
5/6
একটি তিনতলা ভিআইপি লাউঞ্জ রয়েছে মোতেরায়৷ যেখানে ৭৫টি বিশেষ ঘর রয়েছে৷ ক্রিকেটের জন্য রয়েছে আলাদা তলা৷ যার মধ্যে চারটি ঘর আছে পোশাক পরিবর্তনের জন্যই৷ এছাড়াও টিমমিটিং ও কোচের ঘর আলাদা ভাবে করা হয়েছে৷ চিয়ারলিডার ও মিডিয়ার জন্যও বরাদ্দ রয়েছে আলাদা আলাদা ঘর৷ থাকছে ফুড কোর্ট৷
advertisement
6/6
স্টেডিয়ামের ঠিক ধারেই আলাদা করে ধারাভাষ্যকারদের জন্য ঘর তৈরি করা হয়েছে৷ মোতেরার পিচ তৈরি হয়েছে বিশেষ অস্ট্রেলিয়ান চারা দিয়ে৷ এখানে অনান্য স্টেডিয়ামের মতো আলাদা করে কোনও আলোর পোল নেই৷ একেবারে 'স্টেট-অফ-দ্য-আর্ট টেকনোলজি', স্টেডিয়ামের ছাদ থেকে জ্বলবে ৫৮০টি এলইডি আলো৷ ১০০ সিসিটিভি ও অত্যন্ত দামি ২০০টি স্পিকার বসানো হয়েছে স্টেডিয়ামে৷ এক তলায় রয়েছে রিসেপশন ও হল ঘর৷ দোতলায় প্লেয়ার ফেসিলিটি ফ্লোর৷
বাংলা খবর/ছবি/খেলা/
গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল