TRENDING:

Lalit Modi Assets: বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে ১১,০০০ কোটি টাকার সম্পত্তির দখল নিয়ে কোর্টে লড়াইতে ললিত মোদি

Last Updated:
Lalit Modi Assets: বাবা-র মৃত্যুর পর থেকেই সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে মা ও ভাই-বোনের সঙ্গে মামলায় ললিত মোদি৷
advertisement
1/7
মায়ের সঙ্গে ১১,০০০ কোটি  টাকার সম্পত্তির দখল নিয়ে কোর্টে লড়াই ললিত মোদির
#নয়াদিল্লি: ব্রিটেনে বসবাসকারী ব্যবসায়ী ললিত মোদির নিজের মা ও অন্য ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল, বর্তমানে হঠাৎ করেই তা আরও বাজে দিকে পরিণতি নিল৷ এমনকি সুপ্রিম কোর্টের নিয়োগ করা মধ্যস্থতাকারী প্রাক্তন বিচারপতি এবং দাপুটে উকিলরাও সমঝোতা সূত্র খুঁজে পেতে একেবারে নাজেহাল৷ বিরক্ত সুপ্রিম কোর্ট দু পক্ষকেই আগামী শুনানির দিন একসঙ্গে হাজির হয়ে এই সমস্যার সমাধান খুঁজতে বলেছে৷ Photo- Collected 
advertisement
2/7
২ নভেম্বর ২০১৯ সালে কেকে মোদির মৃত্যুর পর ললিত মোদি , তাঁর মা বীনা মোদি, তাঁর বোন চারু এবং ভাই সমীরসের মধ্যে সম্পত্তি নিয়ে গণ্ডগোল শুরু হয়ে যায়৷ ললিত মোদি সিঙ্গাপুরের আদালত থেকে আপিল করেন কিন্তু দিল্লি হাইকোর্ট যা খারিজ করে দেয়৷ এবারের বিশেষ আবেদন এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া এবং এই মামলার শুনানি করে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে৷ 
advertisement
3/7
বৃহস্পতিবারের শুনানির জন্য ললিত মোদির পক্ষ থেকে বলা হয় মধ্যস্থতার জন্য সব চেষ্টাই নষ্ট হয়েছে৷ পরের শুনানির দিন ১ অগাস্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার নেতৃত্বাধীন বিচারপতি কৃষ্ণা মুরারি ও বিচারপতি হিমা কোহলি এই মামলার শুনানি শুনছেন৷ শুনানির দরুণ প্রধান বিচারপতি জানিয়েছেন গত বার মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে৷ কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
4/7
সুপ্রিম কোর্ট ২০২১ -র ১৬ ডিসেম্বর মামলার শুনানির দরুণ প্রাক্তন বিচারপতি বিক্রমজিৎ সেন এবং বিচারক কুরিয়ান জোসেফকে মধ্যস্থতাকারী নিযুক্ত করে৷ তারা শুনানির দরুণ জানান তাদের মধ্যস্থতা নিষ্ফলা হয়েছে৷  কোর্টে ললিত মোদির পক্ষ থেকে নিযুক্ত উকিল হরিশ সালভে আর তাঁর মা বীনা মোদির পক্ষ থেকে উকিল কপিল সিব্বল এবং মুকুল রোহতগি কেস লড়ছেন৷
advertisement
5/7
সুপ্রিম কোর্টে ললিত মোদির মা বীনা মোদির উকিল কপিল সিব্বল বলেন, ললিত মোদি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী আদালত দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে৷ এই চ্যালেঞ্জ বিশেষ অ্যাপিলের অধীনে নেওয়া সম্ভব নয়৷ এই বিবাদ ট্রাস্ট সম্পর্কিত৷ যেখানে বিশেষ আপিল করা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে৷ ব্রিটেনে দায়ের করা এই মামলার বিরোধিতা করেন মুকুল রোহতগি৷ তিনি বলেন ট্রাস্টের মামলা ট্রাস্ট আইনের দরুণ ট্রাস্টির কর্তব্যের কোনও অংশ হতে পারে না৷ এটা ট্রাস্ট অ্যাক্টের বিরুদ্ধে৷
advertisement
6/7
ললিত মোদির উকিল হরিশ সালভে বলেন, ‘‘প্রতিবাদীর আপত্তি একেবারেই খারিজ করে দেওয়া উচিত৷ যদি ট্রাস্ট সংক্রান্ত মামলার পাওয়ার অফ অ্যাটর্নি না দেওয়া যায় তাহলে এরকম মামলায় দাঁড়ানোর জন্য উকিলও পাওয়া উচিত নয়৷ ললিত মোদি কেবল একজন ট্রাস্টিই নয়, তিনি লভ্যাংশেরও একজন ভাগিদার৷ তাই সেইভাবে তিনি ট্রাস্ট ডিড ভাঙা হয়েছে এই দাবি করতেই পারেন৷ এটা অভিযোগ করেন প্রতিবাদীরা সম্পত্তি বিক্রি করতেও শুরু করে দিয়েছেন৷
advertisement
7/7
এদিকে সুপ্রিম কোর্ট বলেছেন যা পরিস্থিতি তাতে আমরা সম্পত্তি বিক্রি করার অনুমতি দিতে পারি না৷ আমরা আগের বারেও মামলা মধ্যস্থতাকারীর হাতে দিয়েছিলাম৷ আপনারা তাতে বলেছিলেন আপনারা মধ্যস্থতা চান আর এখন সম্পত্তি বিক্রি করছেন৷ রোহতগি আপনি দেখুন কোনও সম্পত্তি যেন বিক্রি না করা হয়৷
বাংলা খবর/ছবি/খেলা/
Lalit Modi Assets: বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে ১১,০০০ কোটি টাকার সম্পত্তির দখল নিয়ে কোর্টে লড়াইতে ললিত মোদি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল