TRENDING:

Lalit Modi Insta Post: ফের ললিত মোদির পোস্ট! সুস্মিতা সেন আর বেটার হাফ নন! 'বন্ধু'!

Last Updated:
Lalit Modi Insta Post: আবার পোস্ট করলেন ললিত মোদি! এবার সুস্মিতা সেন প্রসঙ্গে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন!
advertisement
1/6
ফের ললিত মোদির পোস্ট! সুস্মিতা সেন আর বেটার হাফ নন! 'বন্ধু'!
সুস্মিতা সেনকে ডেট করছেন ললিত মোদি! এই নিয়ে গত ৩ দিন ধরে আলোচনা গোটা দেশে। আইপিএলের প্রাক্তন কমিশনার বলিউড সুন্দরীকে ডেট করছেন বলে জানিয়েছিলেন। তবে তাঁরা বিয়ে করেননি, দুজনেই এটাও স্পষ্ট করে দিয়েছিলেন।
advertisement
2/6
বিয়ে করেননি, অথচ সুস্মিতাকে বেটার হাফ, পার্টনার বলে দাবি করেছিলেন ললিত মোদি। এর পর সুস্মিতা সেনও জানান, অকৃত্রিম ভালবাসায় ঘিরে রয়েছেন তিনি। খুশিতে আছেন, জীবনের অন্যতম সেরা পর্বে রয়েছেন।
advertisement
3/6
এবার ললিত মোদি ফের ইনস্টায় দীর্ঘ পোস্ট লিখলেন। সেখানে তিনি দাবি করেছেন, মিডিয়া তাঁকে অকারণে বদনাম করতে উঠে-পড়ে লেগেছে। তিনি প্রশ্ন করেছেন, ২জন মানুষ কি ভাল বন্ধু হতে পারে না! তিনি আরও লিখেছেন, ২জন বন্ধুর মধ্যে সম্পর্কের রসায়ন ঠিকঠাক হলে জাদু হতে পারে। তিনি বাঁচো এবং বাঁচতে দাও মতাদর্শে বিশ্বাসী বলেও জানিয়েছেন।
advertisement
4/6
তিনি আরও লিখেছেন, "এখন জেগে ওঠার সময় এসেছে। আমি যখন বিসিসিআই-এ যোগ দিয়েছিলাম তখন ওদের কোষাগারে ৪০ কোটি টাকা ছিল। আমি ২৯ নভেম্বর, ২০০৫-এ আমার জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছিলাম। যখন আমাকে নির্বাসিত করা হয়েছিল তখন অনুমান করুন কত টাকা ছিল বিসিসিআই-এর কাছে! বিসিসিআই-এর অ্যাকাউন্টে টাকা ছিল... ৪৭,৬৮০ কোটি টাকা। কোনও জোকার কি এতে সাহায্য করেছিল! তারা কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছিল না। নকল মিডিয়াকে দেখে লজ্জা করে।"
advertisement
5/6
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেনকে বেটার হাফ লিখেছিলেন ললিত মোদি। তার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
advertisement
6/6
এই পোস্টে ললিত মোদি আইপিএল নিয়ে বিসিসিআই-এর কর্মকর্তাদেরও নিশানা করেছেন। ললিত মোদি লিখেছেন, "প্রত্যেকে মাত্র ৫০০ ডলারের TA এবং DA এর জন্য এসেছিল। আপনি আর কাউকে কি জানেন বা চেনেন যে IPL-এর মতো কিছু তৈরি করেছে! ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এই টুর্নামেন্ট। আমি হীরার চামচ নিয়ে জন্মেছি। আমি কখনো ঘুষ খাইনি বা প্রয়োজনও মনে করিনি। আমি রায় বাহাদুর গুজরমাল মোদির বড় নাতি। আমি কখনো ঘুষ খাইনি বা সরকারের কাছ থেকে কোনো ফায়দা তুলিনি।"
বাংলা খবর/ছবি/খেলা/
Lalit Modi Insta Post: ফের ললিত মোদির পোস্ট! সুস্মিতা সেন আর বেটার হাফ নন! 'বন্ধু'!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল