মাধ্যমিকে তিনবার ফেল, সরকারি চাকরি করেননি! এই ভারতীয় ক্রিকেটার এখন কোটিপতি
- Published by:Suman Majumder
Last Updated:
Krunal Pandya: সরকারি চাকরি পেয়েও করেননি। হাজার চাপেও ক্রিকেট ছাড়েননি।
advertisement
1/6

ছোট থেকেই অভাবের সঙ্গে লড়াই। তবে তিনি কখনও নিজের লক্ষ্য থেকে সরেননি। এমনকী সরকারি চাকরি পেয়েও করেনননি ক্রুনাল পান্ডিয়া।
advertisement
2/6
ক্রিকেট খেলার সময়ই তিনি স্পিড পোস্টে চাকরির প্রস্তাব পান। তবে সেই চাকরি করতে চাননি ক্রুনাল।
advertisement
3/6
ক্রুনালের বাবা অবশ্য চেয়েছিলেন, ছেলে চাকরিটা করুক। তবে সেই সময় ক্রুনালের ট্রায়াল চলছিল। তাই তিনি ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন।
advertisement
4/6
একটা সময় মাধ্যমিকে ফেল করেছিলেন ক্রুনাল। ক্রিকেট ছিল তাঁর ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য তিনি কখনও সেভাবে পড়াশোনা নিয়ে ভাবেননি।
advertisement
5/6
ক্রুনালের বাবার কার ফিনান্স-এর ছোট ব্যবসা ছিল। মা গৃহবধূ। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ছিল। তবে তিনি ও তাঁর ভাই হার্দিক কখনও পরিস্থিতির চাপে পড়ে ক্রিকেট খেলা ছাড়েননি।
advertisement
6/6
জানা যায়, ক্লাস টেনে তিনবার ফেল করেছিলেন ত্রুুনাল। তার পর একটা সময় আর স্কুলে যেতেন না। তবে শেষ পর্যন্ত তিনি কলেজ পর্যন্ত যান।