বাংলাদেশিরা আইপিএলে ব্যান! সাকিবকে রাখবে না কলকাতা? বড় ঘোষণা কয়েক ঘণ্টায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: সাকিব আল হাসানকে আর রাখবে না কেকেআর? উত্তর আর কয়েক ঘণ্টায়।
advertisement
1/7

ক্রিকেটে প্রথম টাইম আউট। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান আপিল করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউটের। তার পর থেকেই গোটা ক্রিকেট বিশ্ব যেন তাঁকে ভিলেন মনে করছে!
advertisement
2/7
তার থেকেও বড় কথা, ভারত বিশ্বকাপ ফাইনাল হারার পর বাংলাদেশী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তা আশঙ্কার। অনেক ভারতীয় ইতিমধ্যে আইপিএলে বাংলাদেশীদের ব্যান করার দাবি তুলেছেন।
advertisement
3/7
আইপিএলের গত মরশুমে সাকিব কথা দিয়েও শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলতে আসেননি। এবার পরিস্থিতি এমন যে সাকিবকে হয়তো আর কলকাতায় দেখাই যাবে না!
advertisement
4/7
সাকিবকে কলকাতা কি স্কোয়াডে রাখবে? এটাই এখন বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
advertisement
5/7
২৪ নভেম্বরের মধ্যে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন লিস্ট সাবমিট করতে হবে। ফলে আগামীকালই সাকিবের আইপিএল ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
advertisement
6/7
২০২৩ নিলামে সাকিবকে ১.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। এখনও পর্যন্ত খবর যা, সাকিবকে রাখতে পারে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
advertisement
7/7
আপাতত সাকিব ছাড়া কলকাতায় কোনও বাঁহাতি স্পিনার নেই। তার উপর গৌতম গম্ভীর ফিরেছেন কেকেআরে। তিনি এর আগে সাকিবের সঙ্গে খেলেছেন। আর তিনি সাকিবের মতো অলরাউন্ডারকে দলে চাইতে পারেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।