Kolkata Knight Riders: আইপিএল নিলামে এই ৫ ভয়ঙ্কর ক্রিকেটারকে টার্গেট করছে কেকেআর! দেখে নিন তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Target These 5 Cricketers in IPL 2024 Auction: গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। ফলে নিলামে কোন ৫ তারকাকে টার্গেট করতে পারে নাইটরা দেখে নেওয়া যাক।
advertisement
1/6

আইপিএল ২০২৩ মিনি নিলানের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে কেকেআর। তালিকায় রয়েছে একাধিক বড় নাম। গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। ফলে নিলামে কোন ৫ তারকাকে টার্গেট করতে পারে নাইটরা দেখে নেওয়া যাক।
advertisement
2/6
রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। অলরাউন্ড দক্ষতার জন্য কেকেআরের জন্য ভাল সংযোজন হতে পারেম কিউই তারকা।
advertisement
3/6
ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। ফলে নীতি রানার ও শ্রেয়স আইয়ারের সঙ্গে মিচেল যোগ হলে কেকেআরের শক্তি অনেকটা বাড়বে।
advertisement
4/6
ওয়ানিন্দু হাসরঙ্গা: বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা তা সকলের জানা। আরসিবি হাসরঙ্গাকে রিলিজ করেছে। কেকেআরের নারিন ও বরুণ চক্রবর্তীর ধার আগের থেকে অনেকটা কমেছে। ফলে হাসরঙ্গাকে নিলে কেকেআরের হাতে স্পিনারের অপশন বাড়বে।
advertisement
5/6
প্যাট কামিন্স: কেকেআরের যে কটি দুর্বল বিভাগ আছে তার মধ্যে অন্যতম হল পেস বোলিং। বিদেশে পেস বোলাররা বিগত কয়েক মরশুমে দলকে ভরসা দিতে পারেনি। ফলে আরও একবার পুরনো নাইট প্যাট কামিন্সের জন্য নিলামে ঝাপাতে পারে কেকেআর।
advertisement
6/6
হর্ষল প্যাটেল: পেস বোলিংয়ের পাশাপাশি কেকেআরের ডেথ ওভারে বোলিং বড় সমস্যা। এমন একজন মিডিয়াম পেসার দরকার যার হাতে ভাল স্লোয়ার রয়েছে। সেই ক্ষেত্রে কেকেআরের জন্য সেরা অপশন হতে পারে হর্ষল প্যাটেল। তাকে এবার রিলিজ করেছে কেকেআর।