KKR New Coach : জল্পনা সব শেষ! রাহুল দ্রাবিড় কলকাতার কোচ নয়! নতুন কোচের নাম ঘোষণা কেকেআরের, বড়সড় চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
KKR New Coach Announced- ০২৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নয়া কোচ হলেন অভিষেক নায়ার। অতীতে নাইটদের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন নায়ার।
advertisement
1/8

আইপিএলের আগে নিজেদের কোচ চূড়ান্ত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। রাহুল দ্রাবিড় নন, নিজেদের চেনা কোচের ওপরেই ভরসা রাখল কেকেআর।
advertisement
2/8
২০২৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নয়া কোচ হলেন অভিষেক নায়ার। অতীতে নাইটদের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন নায়ার।
advertisement
3/8
গত বছরও ভারতীয় দল থেকে ছাটাই হওয়ার পর কেকেআরের সঙ্গে শেষ দিকে যুক্ত হয়েছিলেন। এবার সরাসরি হেডকোচ হলেন অভিষেক। চন্দ্রকান্ত পণ্ডিতের উত্তরসূরির দায়িত্ব পেলেন অভিষেকই।
advertisement
4/8
ভারতীয় দলে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর অভিষেক কেকেআর ছেড়ে তাঁর সহকারীও হয়েছিলেন। যদিও ভারতীয় দলে বেশিদিন থাকা হয়নি নায়ারের।
advertisement
5/8
অভিষেক দীর্ঘসময় ধরে নাইটদের সঙ্গে যুক্ত। মুম্বইয়ে কেকেআরের যে অ্যাকাডেমি রয়েছে, সেখানেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন অভিষেক। তাছাড়া কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক।
advertisement
6/8
গত বছর আইপিএলের মাঝে টিম ইন্ডিয়ার চাকরি হারানোর পর তিনি কেকেআরেই ফিরেছিলেন। মাসখানেক আগে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিষেক। দায়িত্ব পালনের পরই কেকেআরের দায়িত্ব নেবেন।
advertisement
7/8
কেকেআরের সবকিছুই নায়ারের নখদর্পনে। ক্রিকেটারদের সঙ্গে, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। রিঙ্কু সিং, হর্ষিত রানার মত ক্রিকেটারদের তুলে আনার পিছনে নায়ারের অবদান রয়েছে।
advertisement
8/8
সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের মেন্টর হিসেবে ডিজে ব্র্যাভো থাকবে থাকবে