Kohli vs Gambhir: শরীরী ভাষায় বারবার আগুন ঝরিয়েছেন কোহলি, মাঠেই গম্ভীরকে বুঝিয়েছেন তিনিই 'বিরাট'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kohli vs Gambhir: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের ঝামেলা থামাতে হিমসিম খেল দুই দলের ক্রিকেটাররা।
advertisement
1/8

ঘরের মাঠে চিন্নাস্বামীতে প্রথম পর্বের সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল আরসিবিকে। ফলে দ্বিতীয় পর্বের ম্যাচ ছিল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের কাছে 'প্রতিশোধের'।
advertisement
2/8
এই ধরনের ম্যাচে বরাবরই আলাদা এনার্জি ও আক্রমণাত্মক মনোভাব দেখা যায় বিরাট কোহলির মধ্যে। তাই এলএসজির ঘরের মাঠে ফিল্ডিংয়ের সময় যখনই উইকেট পড়েছে আবেগতাড়িত হয়ে উল্লাস করেছেন কোহলি।
advertisement
3/8
ম্যাচে মাত্র ১২৬ রান ডিফেন্ড করতে নেমে শুরুতেই কোহলি দুটি ক্যাচ নেন। অনবদ্য ক্যাচ কোহলির উল্লাস ও অ্যাগ্রেশন ছিল দেখার মত। ক্রুণাল পান্ডিয়া ও আয়ূশ বাদোনির ক্যাচ ধরেন কোহবি।
advertisement
4/8
এছাড়া ম্যাচে যখনই উইকেট পড়েছে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতেছেন বিরাট কোহলি। আয়ূশ বাদোনির ক্যাচ ধরার পর ফ্লাইং কিস ছুড়তে দেখা যায় আরসিবি মহতারকাকে।
advertisement
5/8
ম্যাচ চলাকালীন ঝামেলাতেও জড়িয়েছেন বিরাট কোহলি। নবীন উল হকের সঙ্গে ঝামেলার সময় যেমন উত্তপ্ত দেখিয়েছে বিরাট কোহলিকে। ঠিক তেমনই আনন্দের মুহুর্তে হাসতেও দেখা গিয়েছে।
advertisement
6/8
ম্যাচে আরসিবির দেওয়া ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৮ রানে শেষ হয় লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। ১৮ রানে ম্যাচ জেতে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা।
advertisement
7/8
ম্যাচ শেষে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়ান বিরাট কোহলি। উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি আঙুল উচিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
advertisement
8/8
ম্যাচ জয় ও ঝামেলার পর সোশ্যাল মিডিয়ায় ম্যাচের একাধিক মুহুর্তের ছবি শেয়ার করেন বিরাট কোহলি। লেখেন,"আজ রাতে এক আশ্চর্যজনক জয়। লখনউতে আমাদের জন্য ব্যাপক সমর্থন ও ভালোবাসা পেয়ে আপ্লুত। আমাদের সমর্থন করার জন্য সমস্ত ভক্তদের ধন্যবাদ।"