TRENDING:

Knowledge Story: বলুন তো, লুডো খেলা কবে থেকে শুরু হয়? জানুন এর ইতিহাস

Last Updated:
Knowledge Story: এই লুডো খেলা কবে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। জনপ্রিয় খেলা হলেও লুডোর ইতিহাস জানেন না অনেকেই।
advertisement
1/8
Knowledge Story: বলুন তো, লুডো খেলা কবে থেকে শুরু হয়? জানুন এর ইতিহাস
বর্তমানে কম্পিউটার বা মোবাইলে অনলাইন গেমের রমরমা। কিন্তু তার আগে যে সকল ইনডোর গেমগুলি সবথেকে জনপ্রিয় ছিল তারমধ্যে অন্যতম হল লুডো। লুডো খেলার মজা যারা খেলেছেন তারাই জানেন। এখন তো অনলাইনেও লুডো খেলা যায়। (ছবি: সংগৃহীত)
advertisement
2/8
তবে বোর্ড, ১৬টি গুটি, একটি ডাইস (ছক্কা) এতে লুডো খেলার মজাটাই আলাদা। কিন্তু এই লুডো খেলা কবে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। জনপ্রিয় খেলা হলেও লুডোর ইতিহাস জানেন না অনেকেই। (ছবি: সংগৃহীত)
advertisement
3/8
ইতিহাসের বিভিন্ন গুহাচিত্রে লুডো খেলার নিদর্শন পাওয়া গেছে। যার থেকে আনুমানিক একটা ধারণা করা সম্ভব হয়। বর্তমানে আমরা যে লুডো খেলি প্রাচীনকালে লুডো তার থেকে একটু আলাদা ধরনের ছিল। এই খেলার প্রথম নিদর্শন পাওয়া যায় মহারাষ্ট্রের ইলোরা গুহা থেকে। এই গুহার দেয়ালে চিত্রিত ছিল লুডোর ছক। ইলোরার গুহায় অঙ্কিত প্রাচীন লুডোর ছবি ও আধুনিক যুগের লুডোর পার্থক্য অনেকটাই। (ছবি: সংগৃহীত)
advertisement
4/8
প্রাচীনকালে এটি খেলার জন্য নির্দিষ্ট কোন বোর্ডে, গুটি অথবা ডাইস ব্যবহার হতো না। সে সময় লুডো খেলা হতো হাতে তৈরি কাপড় বা স্লেটের উপরে এবং গুটির পরিবর্তে ব্যবহার করা হতো বীজ অথবা কোনো কিছুর বাইরে আস্তরণ বা বিভিন্ন আকারের পাথরের। কয়েকশো বছর ধরে এই সমস্ত কিছুর পরিবর্তন করতে করতেই এই খেলা আধুনিক পর্যায় পৌঁছেছে। (ছবি: সংগৃহীত)
advertisement
5/8
প্রাচীন কালে এই খেলার নামও লুডো ছিল না। সময় অনুযায়ী এর নামেও বদল হয়েছে। ভারতীয় ইতিহাসে এই খেলাকে কখনো চৌপদ আবার কখনো পিচিসি আবার কখনোবা চৌজা নামে ডাকা হত। ইতিহাস ঘেটে অনেকে মনে করেন আফ্রিকায় এটি লুডো নামে জনপ্রিয়তা লাভ করে। (ছবি: সংগৃহীত)
advertisement
6/8
এছাড়া মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মধ্যে পাশা খেলা হয়েছিল। মহাভারত অনুযায়ী যুদ্ধের সূত্রপাত ছিল এই খেলা থেকেই। যদিও সেই সময় এর নাম লুডো ছিল না। কিন্তু পাশাকেই লুডোর পূর্ব রূপ হিসেবে বর্ণিত করা হয়েছে। (ছবি: সংগৃহীত)
advertisement
7/8
মুঘলদের সময় এই খেলার প্রচলন ছিল। সম্রাট আকবরের রাজত্বকালে এই খেলাটি নিদর্শন পাওয়া যায়। যদিও সম্রাট আকবরের সময় এই খেলা মানুষ যারা খেলা হতো। সম্রাট আকবরের পছন্দের খেলা ছিল এটি। যার প্রমাণ মিলেছে ফতেপুর সিক্রি সহ আক্বরের প্রাসাদে। (ছবি: সংগৃহীত)
advertisement
8/8
সেই প্রাচীন যুগ থেকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে বর্তমানের লুডো-তে পৌছেছে। ১৮৯১ সালে আলফ্রেড কলিয়োর এই খেলায় একটি ডাইস কাপ যোগ করেন। তারপর ওই কপে নাড়িয়ে ডাইস ফেলা হয়। বলা হয় সেই সময় থেকেই আধুনিক লুডোর শুরু। (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/খেলা/
Knowledge Story: বলুন তো, লুডো খেলা কবে থেকে শুরু হয়? জানুন এর ইতিহাস
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল