Indian Cricketer's Daughters names: জিভা থেকে ভামিকা! ধোনি-কোহলিদের মেয়েদের নামের মানে কী? জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Cricketer's Daughters names meaning: জিভা, ভামিকাদের নামের মানে কী? জেনে নিন।
advertisement
1/5

ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী, মেয়েরাও সমর্থকদের কাছে জনপ্রিয়। জানেন কি, ভারতীয় ক্রিকেটারদের মেয়েদের নামের মানে! প্রাক্তন পেসার আশিস নেহেরার মেয়ের নাম আরিয়ানা। মানে সব থেকে পবিত্র।
advertisement
2/5
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তাঁদের মেয়ের নাম রেখেছেন ভামিকা। দেবী দুর্গার আরেক নাম ভামিকা।
advertisement
3/5
৬ ফেব্রুয়ারি ২০১৫-তে মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষীর ঘরে এসেছিল ফুটফুটে কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছিল জিভা। এই জিভা শব্দের মানে চমক।
advertisement
4/5
ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং ও তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী গীতা বসরার মেয়ের নাম হিনায়া হীর প্লাহা। ২০১৬ সালে জন্ম হয়েছিল তার। হিনায়া হীর মানে সুন্দরী পরী।
advertisement
5/5
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দুই মেয়ে। তাদের নাম আজিন ও আনাইজা। দুটিই আরবী শব্দ। আজিন-এর মানে সৌন্দর্য। আনাইজা শব্দের অর্থ সম্মানীয়া।