ছেলের আত্মহত্যা! অভিযুক্ত কুস্তি কর্তা ব্রিজভূষণ প্রকাশ্যে বলেছিলেন 'খুন করেছি'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Brijbhushan singh: কে এই ব্রিজভূষণ সিং? কুস্তি কর্তাকে এখন গোটা দেশ চেনে। তাঁর অতীত কিন্তু বেশ কালো।
advertisement
1/6

রাজনীতি হোক বা খেলাধূলা, তিনি যেখানেই গিয়েছেন বিতর্ক পিছু নিয়েছে। তাঁর নাম এখন সারা দেশ জানে। ব্রিজভূষণ শরণ সিং। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান। একইসঙ্গে বিজেপি সাংসদ।
advertisement
2/6
মহিলা কুস্তিগীররা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। অভিযোগ, নাবালিকা কুস্তীগীরদেরও শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করতেন ব্রিজভূষণ। তাঁর শাস্তির দাবিতে সরব দেশের তাবড় কুস্তিগীররা। ব্রিজভূষণ পাল্টা বলে রেখেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি ফাঁসিতে ঝুলবেন।
advertisement
3/6
তাঁর তিন ছেলে এবং এক মেয়ে। ২০০৪ সালে ব্রিজভূষণের বড় ছেলে শক্তি শরণ সিংহ আত্মহত্যা করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। তিনি সুইসাইড নোটে লিখে যান, বাবার একগুঁয়ে ও স্বার্থপর মনোভাবের জন্যই তাঁকে এই পথ বেছে নিতে হয়।
advertisement
4/6
গত বছর একটি অনলাইন ওয়েবসাইটে সাক্ষাৎকারে ব্রিজভূষণ বলেছিলেন, আমি একটা খুন করেছি। আমার প্রিয় বন্ধু রবীন্দ্র সিংহকে যে গুলি করেছিল তাকে আমিও গুলি করে মেরেছি।
advertisement
5/6
বছর দুয়েক আগে একটি কুস্তি প্রতিযোগিতার সময় মঞ্চে উঠে এক কুস্তিগীরকে চড় মেরেছিলেন ব্রিজভূষণ। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে রয়েছে ৩৮টি ফৌজদারি মামলা।
advertisement
6/6
ত্তরপ্রদেশের কায়সারগঞ্জের বিজেপি সাংসদ তিনি। ব্রিজভূষণ পাঁচবার বিজেপি ও একবার সমাজবাদি পার্টির হয়ে নির্বাচনে জিতেছেন।