Rashid Khan Luxurious Life: রশিদ খান বাঁচেন রাজার মতো! প্রাসাদ, দামি গাড়ি কী নেই আফগান স্পিনারের!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rashid Khan Luxurious Life: রশিদ খানের যা লাইফস্টাইল, শুনে অবাক হবেন অনেকে।
advertisement
1/5

এবারের আইপিএলে ১৫ ম্যাচে তাঁর ঝুলিতে ১৮টি উইকেট। ইকোনমি রেট ৬.৭৪। রশিদ খান হয়তো তাঁর নামের সঙ্গে সুবিচার করতে পারেননি এবার।
advertisement
2/5
আফগান স্পিনার রশিদ খান এবার আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। আর তাঁর দল ফাইনালে উঠেছে। রশিদ খান যে ক্লাস স্পিনার, তা এক কথায় যে কেউ মেনে নেবেন।
advertisement
3/5
২৪ বছর বয়সী রশিদ খানের জীবন-যাপন কিন্তু রজার মতো। আফগানিস্তানে তিনি যে বাংলোয় থাকেন, সেটি প্রাসাদের থেকে কম নয়।
advertisement
4/5
আফগানিস্তানের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার রশিদ। সারা বিশ্বে একাধিক টি-২০ লিগে খেলেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড এনডোর্স করেও তাঁর উপার্জন কয়েক কোটি টাকা।
advertisement
5/5
আইপিএলে খেলার সুবাদে তিনি ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এদেশেও একাধিক ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনের কাজে লাগিয়েছে। আইপিএল ছাড়াও বিগ ব্যাশ, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে খেলেছেন রশিদ।