প্রেমে মাখামাখি! বিয়ের পর নতুন বউয়ের সঙ্গে প্রথম ছবি কেএল রাহুলের
- Published by:Suman Majumder
Last Updated:
Kl Rahul-Athiya Shetty: অনেকেই বলেন, তিনি লাজুক। কেএল রাহুলের এমন রোম্যান্টিক ছবি অনেকেই হয়তো দেখেননি।
advertisement
1/6

২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে বিয়ে হয়েছে আথিয়া শেট্টির। সুনীল শেট্টির মেয়ের সঙ্গে দীর্ঘদিন ভালবাসার সম্পর্কে রাহুল।
advertisement
2/6
কেএল-এর ঘনিষ্ঠদের অনেকেই বলেন, রাহুল লাজুক। তবে বিয়ের পর তিনি বেশ রোম্যান্টিক।
advertisement
3/6
গায়ে হলুদের একের পর এক ছবি পোস্ট করলেন রাহুল। খুব কমসংখ্যক আত্মীয়, বন্ধুদেরই বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
advertisement
4/6
পরিবারের সদস্যরা অনেকেই কেএল রাহুলের হলদি অনুষ্ঠানে অংশ নেন।
advertisement
5/6
বিয়ে হলেও রিসেপশন পার্টি এখনই হচ্ছে না। আইপিএলের পর রিসেপশন হবে। তখনই কেএল ও আথিয়া হনিমুনে যাবেন।
advertisement
6/6
বিয়ের পর নতুন বউয়ের সঙ্গে প্রথম ছবি পোস্ট করলেন রাহুল। দুজনকেই সেই ছবিতে দারুণ দেখাচ্ছে।