রাজকোটে রাজকীয় শতরান করে ২ রেকর্ড গড়লেন কেএল রাহুল, ভাঙলেন এমএস ধোনির নজির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KL Rahul: ভারতের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে সামনে থেকে দলের ব্যাটিয়ে নেতৃত্ব দিলেন কেএল রাহুল। রাজকোটের নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চাপের মুখে পড়ে অসাধারণ সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটার। ১১২ রান করেন তিনি।
advertisement
1/5

ভারতের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে সামনে থেকে দলের ব্যাটিয়ে নেতৃত্ব দিলেন কেএল রাহুল। রাজকোটের নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চাপের মুখে পড়ে অসাধারণ সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটার। ১১২ রান করেন তিনি।
advertisement
2/5
ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এমন পরিস্থিতিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ধৈর্যের পরিচয় দেন। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ধীরে ধীরে ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।
advertisement
3/5
রাহুলের এই অপরাজিত ১১২ রানের ইনিংস ভারতের স্কোরবোর্ডে এনে দেয় ২৮৪/৭। এই ইনিংসের মাধ্যমে তিনি ইতিহাসও গড়েন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে শতরান করা প্রথম মনোনীত ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখান তিনি।
advertisement
4/5
এর আগে নিউজিল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় উইকেটকিপারদের সর্বোচ্চ রান ছিল মহেন্দ্র সিং ধোনির ৮৪। সেই তালিকায় রাহুল এখন শীর্ষে, যেখানে আছেন পার্থিব প্যাটেল, রাহুল দ্রাবিড় ও কিরণ মোরের মতো নামও।
advertisement
5/5
৪৯তম ওভারে কাইল জেমিসনের ফুল টস বল স্ট্যান্ডে পাঠিয়ে শতরান পূর্ণ করেন রাহুল। মাত্র ৮৭ বলে গড়া শতরানে ছিল ১১টি চার ও একটি ছক্কা। রাজকোটে ওয়ানডে শতরান করা প্রথম ভারতীয় হিসেবেও নিজেকে স্মরণীয় করে রাখলেন কেএল রাহুল।