TRENDING:

KL Rahul-Athiya Wedding: মেয়ের বিয়েতে না কি কয়েক কোটি টাকার অ্যাপার্টমেন্ট দিলেন সুনীল! অতিথিরাও হাত ভরে দিয়েছেন উপহার; দাবি রিপোর্টে!

Last Updated:
KL Rahul-Athiya Wedding Gift: গত সোমবার মহা ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং সুনীল শেঠির কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেঠি। বিবাহের আসর বসেছিল খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউজে।
advertisement
1/7
মেয়ের বিয়েতে নাকি কয়েক কোটি টাকার অ্যাপার্টমেন্ট দিলেন সুনীল! অতিথিরাও কী দিলেন?
গত বছর থেকেই তাঁদের বিয়ের খবর নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ের কথাও শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই সেই জল্পনাই সত্যি হল। গত সোমবার মহা ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং সুনীল শেঠির কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেঠি। বিবাহের আসর বসেছিল খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউজে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবই ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন এবং বন্ধুবান্ধব। বিয়ের নানা মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ তারকা দম্পতি।
advertisement
2/7
তবে এই বিয়ে সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর রিপোর্ট উড়ে বেড়াচ্ছে খবরে। তাতে জানা যাচ্ছে, নবদম্পতিকে খুবই দামি দামি উপহারে ভরিয়ে দিয়েছেন সেলেব-অতিথিরা। যেমন - কেউ দিয়েছেন কয়েক কোটি টাকার নেকলেস, তো কেউ দিয়েছেন লক্ষাধিক টাকা দামের পারফিউম। এমনকী শোনা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি বাইক উপহার দিয়েছেন এই বিয়েতে।
advertisement
3/7
আবার সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, খোদ সুনীল শেঠিই মেয়ের বিয়েতে একটি অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে দিয়েছেন। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই খবর চাউর হতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে শেঠি পরিবার। তাদের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, এই ধরনের কোনও উপহার এই বিয়েতে দেওয়া হয়নি।
advertisement
4/7
এখানেই শেষ নয়, চর্চায় উঠে এসেছে সলমন খানের নামও। আসলে সলমন এবং কনের বাবা সুনীল শেঠির বন্ধুত্বের কথা বলিউডের সকলেরই জানা। ফলে বন্ধু-কন্যেকে কোনও ভাল উপহারই দেবেন, এটাই স্বাভাবিক। শোনা যাচ্ছে, আথিয়াকে একটি অডি গাড়ি উপহার স্বরূপ দিয়েছেন সলমন। যার মূল্য প্রায় ১.৬৩ কোটি টাকা।
advertisement
5/7
আবার জ্যাকি শ্রফের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব সুনীল শেঠির। বন্ধু-কন্যে আথিয়াকে তিনি নিজের মেয়ে হিসেবেই দেখেন। নবদম্পতিকে শ্যুপা ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছেন জ্যাকি। যার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
advertisement
6/7
অন্য দিকে, অভিনেতা অর্জুন কাপুর আথিয়ার খুবই ভাল বন্ধু। ফলে তাঁকে একটি হিরের ব্রেসলেট উপহার হিসেবে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এর দাম প্রায় দেড় কোটি টাকা।
advertisement
7/7
কিছু কিছু সংবাদমাধ্যম আবার দাবি করছে, কে এল রাহুল এবং আথিয়ার বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি উপহার দিয়েছেন একটি কাওয়াসাকি নিনজা বাইক। যার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। যদিও News18-এর তরফে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হচ্ছে না। কারণ এই প্রতিবেদনের পুরোটাই সংবাদমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে লেখা।
বাংলা খবর/ছবি/খেলা/
KL Rahul-Athiya Wedding: মেয়ের বিয়েতে না কি কয়েক কোটি টাকার অ্যাপার্টমেন্ট দিলেন সুনীল! অতিথিরাও হাত ভরে দিয়েছেন উপহার; দাবি রিপোর্টে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল