KL Rahul-Athiya Shetty Wedding: সেলিব্রিটি দম্পতি কোটি কোটি টাকার গিফট! অডি থেকে ঘড়ি কী নেই তালিকায়
- Published by:Debalina Datta
Last Updated:
শ্বশুর দিলেন কয়েক কোটির গিফট, বাকিরাও ভরিয়ে দিলেন কেএল রাহুল, আথিয়া শেঠিকে...
advertisement
1/6

#কলকাতা: বিয়েতে দারুণ দারুণ গিফট পেলেন কেএল রাহুল ও আথিয়া শেঠি৷ বিয়েতে প্রথম বড় গিফটটা দিয়েছেন আথিয়া শেঠি-র বাবা অর্থাৎ সুনীল শেঠি৷ মুম্বইতে একটি অ্যাপার্টমেন্ট মেয়ে -জামাইকে গিফট করেছেন তিনি৷ তাদের অ্যাপার্টমেন্টের দাম ৫০ কোটি টাকা৷
advertisement
2/6
বলিউডের দাবাং হিরো সলমন খান এবং সুনীল শেঠি -র বন্ধু সবাই জানেন৷ এই পরিস্থিতিতে নিজের বন্ধুর মেয়ের বিয়েতে অডি গাড়ি দিয়েছে৷ যার দাম ১.৬৩ কোটি টাকা৷
advertisement
3/6
জ্যাকি শ্রফ এবং সুনীল শেঠিও খুবই কাছাকাছি বন্ধু৷ জ্যাকি আথিয়াকে নিজের মেয়ের মতো দেখেন৷ তিনি আথিয়াকে বিয়েতে চোপার্ড (Chopard) ব্র্যান্ডের ঘড়ি দিয়েছেন৷ যার দাম প্রায় ৩০ লক্ষ টাকা৷
advertisement
4/6
অর্জুন কাপুরও আথিয়া শেঠির খুব ভাল বন্ধু৷ তাঁর বিয়ের জন্য ডায়মন্ড ব্রেসলেট উপহার দিয়েছেন৷ এর দাম ১.৫ কোটি৷
advertisement
5/6
বলিউড তারকারাও এই অনুষ্ঠান উপলক্ষ্যে নিজেদের হৃদয় উজাড় করা উপহার দিয়েছেন৷ ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি নিজের সতীর্থের বিয়েতে বিএমডাব্লু গাড়ি উপহার দিয়েছেন৷ যার দাম ২.১৭ কোটি টাকা৷
advertisement
6/6
মহেন্দ্র সিং ধোনিও এই বিয়েতে এসেছিলেন৷ তিনি আশীর্বাদের পাশাপাশি কাওয়াসাকির নিনজা বাইক উপহার দিয়েছেন৷ যার দাম অন্ততপক্ষে ৮০ লক্ষ টাকা৷